• অন্যান্য
  • " />

     

    নিশ্চিত বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি

    নিশ্চিত বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি    

    নিশ্চিত হয়েছে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি। কোভিড-১৯ লকডাউনের কারণে জিম্বাবুয়েতে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকলেও এ সফরের ব্যাপারে আগে থেকেই আশাবাদী ছিল জিম্বাবুয়ে ক্রিকেট জেডসি। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, দেশটির স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন তাদেরকে জুলাইয়ে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে। 

    “জেডসি বিশেষ করে এসআরসি চেয়ারম্যান মিস্টার জেরাল্ড এমলতশয়ার প্রতি কৃতজ্ঞ, যিনি কোভিড-১৯ এর কারণে সব ধরনের ক্রীড়া কার্যক্রম বন্ধের সরকারের নির্দেশ থেকে ক্রিকেটকে অব্যাহতি দেওয়ার জন্য সর্বাগ্রে লড়াই করেছেন”, বিবৃতিতে বলেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড। 



    গত ১৪ জুন লকডাউনের পর সব ধরনের ক্রিকেট কার্যক্রম স্থগিত করেছিল জিম্বাবুয়ে। 

    সফরে একটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, এর মাঝে ওয়ানডে সিরিজ হবে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্গত। ৭-১১ জুলাই টেস্টের পর ১৬, ১৮ ও ২০ তারিখে তিনটি ওয়ানডে এবং ২৩-২৭ জুলাইয়ের মাঝে তিনটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে এ সফর। 

    টেস্টের আগে ৩-৪ জুলাই এবং ওয়ানডে সিরিজের আগে ১৪ জুলাই আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

    সবকটি ম্যাচই হবে হারারেতে, দর্শকশূন্য মাঠে। পুরো সফরই বায়ো-সিকিউরিটি বলয়ে থাকবে দুই দল। 

    সূচি

    একমাত্র টেস্ট:  ৭-১১ জুলাই 
    ১ম ওয়ানডে: ১৬ জুলাই 
    ২য় ওয়ানডে: ১৮ জুলাই 
    ৩য় ওয়ানডে: ২০ জুলাই 
    ১ম টি-টোয়েন্টি: ২৩ জুলাই 
    ২য় টি-টোয়েন্টি: ২৫ জুলাই 
    ৩য় টি-টোয়েন্টি: ২৭ জুলাই 

    (সবকটি ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে)