সাকিবের ফেরার টেস্টে তামিমকে নিয়ে সংশয়, নেই এরভিন-উইলিয়ামস
প্রস্তুতি ম্যাচে নিজেদের ভালমতোই ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। রান পেয়েছেন ব্যাটসম্যানদের বেশ কয়েকজন, সাকিব-মিরাজরা বল হাতেও নিজেদের ধার পরীক্ষা করে নিয়েছেন। তবে বুধবার থেকে শুরু হারারেতে একমাত্র টেস্টের আগে বাংলাদেশের একটা দুশ্চিন্তা থেকে গেছে। হাঁটুর চোটে তামিম ইকবালের নামা এখনো অনিশ্চিত। ওদিকে আইসোলেশনে থাকার কারণে জিম্বাবুয়েতে খেলা হচ্ছে না শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের।
ঢাকা লিগ চলার সময়েই হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম। সেজন্য সুপার লিগে খেলা হয়নি। এরপর টেস্ট দলের সঙ্গে জিম্বাবুয়েতে গিয়েছেন, তবে তাকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনো। প্রস্তুতি ম্যাচে ছিলেন না দলে। আজ ম্যাচ শুরুর আগের দিন অধিনায়ক মুমিনুল হক বললেন, তামিমের জন্য তারা কাল পর্যন্ত অপেক্ষা করবেন।
ওদিকে জিম্বাবুয়ে শিবিরে থাবা ফেলেছে কোভিড। দুই মিডল অর্ডার স্তম্ভ উইলিয়ামস ও আরভিন কোভিড পজিটিভ হওয়া পরিবারের সদস্যদের সংস্পর্শে এসেছিলেন। সেজন্য তাদের এখন আইসোলেশনে থাকতে হচ্ছে, যোগ দিতে পারেননি দলের সঙ্গে।
বাংলাদেশ অবশ্য আরেকটা সুসংবাদ পাচ্ছে। আঙুলের চোট ছিল মুশফিকুর রহিমের, তবে মুমিনুল নিশ্চিত করেছেন কাল মাঠে নামছেন বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ওদিকে টেস্ট দলে আবারও ফিরছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর টেস্ট আর খেলা হয়নি তার। এরপর বাংলাদেশের শ্রীলংকা সফরের সময় সাকিব ব্যস্ত ছিলেন আইপিএলে।