• অন্যান্য
  • " />

     

    অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২২: কবে, কখন, কোথায় ও বাংলাদেশের প্রস্তুতি কেমন

    অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২২: কবে, কখন, কোথায় ও বাংলাদেশের প্রস্তুতি কেমন    

    সর্বশেষ ২০২০ সালে হয়েছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এর দুই বছর পর আবারও বসছে এই আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে এবার মাঠে নামছে বাংলাদেশ। 

    কবে, কোথায়, কখন?

    ২০২২ সালের ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। খেলবে ১৬টি দেশ। চারটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে, এরপর সেমিফাইনাল ও ফাইনাল।  সেন্ট কিটস, ত্রিনিদাদ, অ্যান্টিগা ও গায়ানায় হবে ম্যাচগুলো। তেস্ট ভেন্যুতেই খেলা হবে সেমিফাইনাল ও ফাইনাল। ১৪ জানুয়ারি শুরু হয়ে গ্রুপ পর্ব চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৬ জানুয়ারি শুরু হবে কোয়ার্টার ফাইনাল, ১-২ ফেব্রুয়ারি সেমিফাইনালের পর ফাইনাল ৫ ফেব্রুয়ারি। 

    মূল টুর্নামেন্ট শুরুর আগে ৯-১২ জানুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো।

    কারা খেলছে এবার?

    টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ১১টিই থাকার কথা ছিল। কিন্তু কোভিড সংক্রান্ত জটিলতার কারণে নিউজিল্যান্ড নাম প্রত্যাহার করে নিয়েছে, তাদের জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আফ্রিকা অঞ্চল থেকে থাকছে উগান্ডা, এর আগে ২০০৪ বিশ্বকাপেও তারা ছিল। পাপুয়া নিউ গিনি থাকছে ইস্ট-প্যাসিফিক অঞ্চল থেকে, আমেরিকা থেকে আছে কানাডা। এর বাইরে সহযোগী দেশের মধ্যে আছে আরব আমিরাত। 

    বাংলাদেশ আছে গ্রুপ এ , এই গ্রুপের বাকি তিনটি দল ইংল্যান্ড, কানাডা ও আরব আমিরাত। গতবারের ফাইনালিস্ট ভারতের গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান ও আফগানিস্তান পড়েছে এক গ্রুপে। গ্রুপ ডি কে বলা যায় গ্রুপ অফ দেথ, এখানে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আছে।

    বাংলাদেশের প্রস্তুতি কেমন?

    এই সংস্করণে সর্বশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অধিনায়ক ছিলেন আকবর আলী। সেই দলের শরিফুল, শামীমরা এর মধ্যে খেলে ফেলেছেন জাতীয় দলে। তবে সেই দলের অন্তত তিন জন থাকার কথা এবারেও। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকে আবার ডাকা হয়েছে এবার। আছেন সেই বিশ্বকাপে সুযোগ না পাওয়া প্রান্তিক নওরোজ নাবিলও। এই দলের অধিনায়ক মেহরব হাসান। 

    অবশ্য বাংলাদেশের প্রস্তুতি যে এবার ভালো হয়েছে, সেটা বলা যাচ্ছে না। অক্টোবরে শ্রীলংকায় গিয়ে পাঁচ ম্যাচের সিরিজে হেরেছে সবকটি ম্যাচই। তার আগে দেশের মাটিতে আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ জিতেছিল। বিশ্বকাপের আগে নভেম্বরের শেষে তিন দলের টুর্নামেন্ট খেলতে ভারত যাবে বাংলাদেশ, সেখানে খেলবে ভারতের দুইটি অনূর্ধ্ব ১৯ দল।