• অন্যান্য
  • " />

     

    আইপিএল নিলামে নেই তাসকিন, শরিফুল; কারা থাকছেন, কারা থাকছেন না?

    আইপিএল নিলামে নেই তাসকিন, শরিফুল; কারা থাকছেন, কারা থাকছেন না?    

    আগামীকাল বসতে যাচ্ছে আইপিএলের নিলাম। মার্চ ২২ থেকে মে মাসের শেষ দিক পর্যন্ত হতে যাওয়া আইপিলকে সামনে রেখে সব বোর্ড তাদের খেলোয়াড়দের পাওয়া না পাওয়া নিয়ে বার্তা পাঠিয়ে দিয়েছে। আইপিএলের নিলামে এর আগে বাংলাদেশ থেকে তিন জনের নাম দেওয়া হলেও তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম প্রত্যাহার করে নিয়েছে বিসিবি। তবে বিশেষ বিবেচনায় রেখে দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানের নাম। অবশ্য ২২ মার্চ থেকে ১১ মে তারিখের জন্যই আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি।

    এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিঃশর্তভাবে নিলামে নাম দেওয়া তাদের সব খেলোয়াড়দের খেলার অনুমতি দিয়েছেন। অন্যান্য বোর্ডদের কেউ কেউ দিয়েছেন শর্ত, কেউ কেউ অংশবিশেষের জন্য দিয়েছেন অনুমতি; সেটাই জেনে আসা যাক।

    অস্ট্রেলিয়া

    ক্রিকেট অস্ট্রেলিয়া অনুমতি দেওয়ার বেলায় কোনও শর্ত রাখেনি; খেলার অনুমতি থাকছে সব অস্ট্রেলিয়ানের জন্যই। তবে টুর্নামেন্টের শুরুর দিকে কাদের পাওয়া যাবে না সেটাও পরিস্কার করে দিয়েছে তারা। ২১-২৫ মার্চ শেফিল্ড শিল্ডের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই ফাইনালে খেলা খেলোয়াড়রা মে মাস থেকে আইপিলে খেলতে পারবেন। ফাইনালে খেলা বড় তারকাদের মধ্যে আলাদা করে জশ হেজলউডের নাম উল্লেখ করে দিয়েছেন তারা।

    ইংল্যান্ড

    ফিট থাকলে নিলামে নাম জমা দেওয়া সব ইংলিশদের আপাতত আইপিএলে যাওয়ার অনুমতি দিয়েছে ইসিবি। তবে একটা বিষয়ে এখনও ধোঁয়াশায় রেখেছে তারা। এই বছরের ৪-৩০ জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। সেই উপলক্ষে বিশ্বকাপের আগ দিক দিয়ে কোনও সিরিজ আয়োজন করলেও করতে পারে তারা। এছাড়া কোনও খেলোয়াড়কে নিয়ে আলাদা ক্যাম্প করতে হলে সেটার জন্যও সময় রাখার পরিকল্পনা করেছে ইসিবি; যেটার জন্য রেহান আহমেদ ইতিমধ্যে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেটা এখনও নিশ্চিত না হওয়াতে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি বিষয়টা নিয়ে পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়দের মধ্যে নিজ তাগিদে সবকিছুর সুরাহা করার নিশ্চয়তা দিয়েছেন।

    শ্রীলঙ্কা

    বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট হবে ৩০ মারচ-৩ এপ্রিল। এই টেস্টে খেলা খেলোয়াড়দের তাই এর আগে আইপিএলে পাওয়া যাবে না। অবশ্য আইপিলের বড় নাম ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা, মাহিশ থিকশানারা টেস্ট খেলেন না বলে তাদের নিয়ে থাকছে না কোনও চিন্তা; সেই সাথে আপাতত টেস্টের পরিকল্পনায় না থাকা দুশমন্থ চামিরাকেও পুরো আইপিলের জন্যই অনুমতি দেওয়া হয়েছে।