• অন্যান্য
  • " />

     

    দুজন করোনা পজিটিভ হওয়ার পর বাড়ল মেয়ে ক্রিকেটারদের আইসোলেশন

    দুজন করোনা পজিটিভ হওয়ার পর বাড়ল মেয়ে ক্রিকেটারদের আইসোলেশন    

    জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুইজন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, নিশ্চিত করেছে বিসিবি। দলের বাকিরা এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানা গেছে। দেশে ফেরার পর পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও নতুন এই খবরের পর মেয়েদের আইসোলেশন বেড়েছে অনির্দিষ্টকালের জন্য। 

    জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই খেলার সময়েই শ্রীলংকা দলের কোভিডে আক্রান্ত হওয়ার পর মাঝপথে বাতিল হয়ে যায় মেয়েদের টুর্নামেন্ট। অবশ্য এর পরেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে মেয়েরা। নতুন ভ্যারিয়ান্ট অমিক্রনের আশংকাতেই বাতিল করা হয় টুর্নামেন্ট। এরপর দেশে ফিরে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে যেতে হয় ক্রিকেটারদের। কিন্তু যে আশংকায় সেটি বাতিল করা হয়েছিল সেটাই সত্যি হয়েছে। নারীদের দলের দুজনের কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে বিসিবি। পাঁচ দিনের কোয়ারেন্টিনের শেষ দিনেই এই সংবাদ এলো। যদিও কোন দুজন সেটা নিশ্চিত করেনি বিসিবি। তারা অমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত কিনা সেটাও জানা যায়নি। বাংলাদেশে এখন পর্যন্ত ধরা পড়েনি এই নতুন ভ্যারিয়ান্ট। তবে এই খবরের পর বেড়েছে মেয়েদের কোয়ারেন্টিন।