• অন্যান্য
  • " />

     

    ২০২২ বঙ্গবন্ধু বিপিএল: কবে শুরু-শেষ, দল কারা কারা, ক্রিকেটারদের বেতন ও বাকি সবকিছু

    ২০২২ বঙ্গবন্ধু বিপিএল: কবে শুরু-শেষ, দল কারা কারা, ক্রিকেটারদের বেতন ও বাকি সবকিছু    

    ২১ জানুয়ারি শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল ২০২২। ১৪ জানুয়ারি নিউজিল্যান্ড থেকে ফেরার কথা বাংলাদেশ দলের, শুরু থেকেই জাতীয় দলের সবাইকে পাওয়া যাবে কি না সেটি তাই নিশ্চিত নয় এখনো। তবে বিপিএক্লে কয়টি দল থাকবে, ফরম্যাট কী হবে চূড়ান্ত হয়েছে সেসব। 

     

    কবে শুরু, শেষ: 

    ২১ জানুয়ারি শুরু, শেষ ১৮ ফেব্রুয়ারি

    দলের সংখ্যা ৬ 

    মোট ম্যাচ ৩৪টি

    ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট

    প্রাইজমানি  চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি, রানার আপের জন্য ৫০ লাখ 

    ফ্র্যাঞ্চাইজি কারা কারা

    বরিশালের ফরচুন গ্রুপ, চট্টগ্রামের ডেল্টা স্পোর্টস লিমিটেড (আক্তার গ্রুপ), কুমিল্লা লেজেন্ডস লিমিটেড, ঢাকার রুপা ফ্যাব্রিকস ও মার্ন স্টিল লিমিটেড, খুলনার মাইন্ড ট্রি লিমিটেড, সিলেটের প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড।

    প্লেয়ার ড্রাফট

    ২৭ ডিসেম্বর, হোটেল র‍্যাডিসন

    কোন দলে কয়জন 

    প্রতিটা দলে সর্বোচ্চ তিনজন বিদেশী খেলোয়াড় থাকতে পারবেন। প্রতিটা দল একজন করে দেশী খেলোয়াড়কে ড্রাফটের আগে সরাসরি সাইন করাতে পারবে। ড্রাফটে প্রতিটা দলকে সর্বোচ্চ ১৪ জন ও সর্বনিম্ন ১০ জনকে দলে নিতে হবে। ডাইরেক্ট সাইনিং একজন ছাড়া বাকিদের ড্রাফট থেকে নিতে হবে।

    বিদেশীদের ক্ষেত্রে সর্বনিম্ন তিন জন থেকে, সর্বোচ্চ আটজন সাইন করাতে পারবে। ড্রাফটের বাইরে থেকে সরাসরি নেওয়া যাবে সর্বোচ্চ তিন জন। একাদশে তিন জন বিদেশী থাকতেই হবে। 

    কেমন টাকা পাবেন ক্রিকেটাররা?

    দেশীদের ক্ষেত্রে ক্যাটাগরি এ পাবে ৭০ লাখ, বি পাবে ৩৫ লাখ, সি ২৫ লাখ, ডি ১৮ লাখ, ই ১২ লাখ, এফ ৫ লাখ।

    বিদেশীদের ক্ষেত্রে ক্যাটাগরি এ পাবে ৭৫ হাজার ইউএস ডলার, বি ৫০ হাজার ইউএস ডলার, সি ৪০ হাজার, ডি ৩০ হাজার, ই ২০ হাজার ইউএস ডলার।