• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কারা উঠল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে? কে কার প্রতিপক্ষ হতে পারে? ড্র কবে?

    কারা উঠল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬তে? কে কার প্রতিপক্ষ হতে পারে? ড্র কবে?    

    চূড়ান্ত হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর সব দল, নিশ্চিত হয়ে গেল কারা গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার আপ হবে। এক নজরে দেখে আসা যাক সেসব 

     

    গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যে আট দল: নাপোলি, পোর্তো, বায়ার্ন, টটেনহাম, চেলসি,  রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, বেনফিকা

    গ্রুপ রানার আপ হিসেবে যে আট দল: লিভারপুল, ফ্রাংকফুর্ট, ক্লাব ব্রুশ, ইন্টার মিলান, লাইপজিগ, এসি মিলান, ডর্টমুন্ড, পিএসজি 

     

    বেনফিকা ও পিএসজির পয়েন্ট, গোল ব্যবধান, গোল দেওয়া, গোল হজম  সবই সমান। কিন্তু অ্যাওয়ে গোল বেশি দেওয়ার সুবাদে বেনফিকা হয়েছে চ্যাম্পিয়ন। এই ঘটনা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এবারেই প্রথম। জুভেন্টাস, বার্সা, আয়াক্স, সেভিয়া ইউরোপায় জায়গা পেলেও সেখানে জায়গা হয়নি অ্যাটলেটিকোর। 

    কে কার মুখোমুখি?

    নিয়ম অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে গ্রুপ রাআন্র আপের কোনো দল। তবে একই দেশের দুই দল শেষ ১৬তে মুখোমুখি হবে না। সেই হিসেবে লিভারপুল চেলসি, টটেনহাম বা ম্যান সিটির বিপক্ষে খেলবে না। রানার আপ হিসেবে ওঠা দলগুলোর মধ্যে লিভারপুল ও পিএসজিকেই এড়িয়ে যেতে চাইবে সবাই। পিএসজির প্রতিপক্ষ হতে পারে বেনফিকা ছাড়া যে কেউই। লিভারপুলের সম্ভাব্য প্রতিপক্ষ পোর্তো, বায়ার্ন, রিয়াল বা বেনফিকা।

     

    কবে ড্র?

    ৭ নভেম্বর সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় হবে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর ড্র। শেষ ১৬ এর ম্যাচগুলো হবে ফেব্রুয়ারির ১৪-১৫ থেকে।