• ভারতের বাংলাদেশ সফর
  • " />

     

    মুমিনুলের নিঃসঙ্গ লড়াইয়ের দিনে ভারতের আধিপত্য

    মুমিনুলের নিঃসঙ্গ লড়াইয়ের দিনে ভারতের আধিপত্য    

    ২য় টেস্ট, মিরপুর
    বাংলাদেশ- ২২৭, ১ম ইনিংস (মুমিনুল ৮৪, মুশফিক ২৬, লিটন ২৫, উমেশ ৪/২৫, আশ্বিন ৪/৭১, উনাদকাট ২/৫০)
    ভারত- ১৯/০, ১ম ইনিংস (গিল ১৪*, রাহুল ৩*)
    ১ম দিন, স্টাম্পস

     

    টসে জিতে ব্যাটিং নিয়েও বাংলাদেশের ব্যাটিংয়ের জরাজীর্ণ দশা আরও একবার উন্মোচিত হল ভারতীয় বোলারদের সৌজন্যে। একাদশে ফিরে দলের হয়ে যেন একাই লড়লেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। সেই লড়াইটা শেষমেশ ভেস্তে দিয়ে ভারতকে দারুণ শুরু এনে দিয়েছেন উমেশ যাদব ও রবিচন্দ্রন আশ্বিন।

    তবে ভারতকে দিনের প্রথম উইকেট এনে দিয়েছিলেন এমন একজন যার হয়তো একাদশেই সুযোগ পাওয়ার কথা ছিল না। উইকেটে কিছুটা ঘাস থাকায় গত ম্যাচের ম্যাচসেরা কুলদিপ যাদবকে বাদ দিয়ে ১২ বছর পর টেস্ট একাদশে ফেরানো হয়েছিল জয়দেব উনাদকাটকে, যেটার প্রতিদান দিতেও সময় নেননি এই বাঁহাতি পেসার। ১২ বছর পর নিজের মাত্র ২য় টেস্ট খেলতে নেমে জাকির হোসেনকে হঠাৎ করে লাফিয়ে ওঠা এক বলে লোকেশ রাহুলের তালুবন্দি করে নিজের প্রথম টেস্ট উইকেটের দেখা পান উনাদকাট। ১৫ রানে জাকির ফেরার পর আশ্বিনের একটা বল ছেড়ে দিতে গিয়ে আম্পায়ারের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে ২৪ রানে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। ওই ২ উইকেট হারিয়ে বাংলাদেশ অবশ্য প্রথম সেশনে তোলে ৮২ রান।

    তবে সেটা বাংলাদেশ কাজে লাগাতে পারেনি, পারেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। উমেশকে যেন উইকেট উপহার দিয়েই ১৬ রানে ফিরলেন সাকিব। সাকিব ফেরার পর মুশফিকুর রহিমকে সঙ্গী করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন মুমিনুল। উনাদকাটের দারুণ এক বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মুশফিক ২৬ রানে ফেরায় সেই চেষ্টায় ব্যাঘাত ঘটলে উইকেটে এসে প্রতি আক্রমণের চেষ্টা করেন লিটন দাস। মোহাম্মদ সিরাজকে এক ওভারেই চার-ছয় মেরে নিজের মনোভাব স্পষ্টভাবে বুঝিয়ে দেন লিটন। সেটা বুঝেই রাহুল ফিরিয়ে আনেন আশ্বিনকে, সাথে সাথে পেয়ে যান ফল। রাহুলকেই ক্যাচ দিয়ে আশ্বিনের শিকার হয়ে ২৫ রানে ফেরেন লিটন।

    এরপর মুমিনুলকে সঙ্গ দিতে পারেননি কেউই। ১৬তম টেস্ট ফিফটি তুলে নিয়ে মুমিনুল লড়ছিলেন একাই। অন্য প্রান্তে উমেশের শিকার হয়ে মাত্র ১৫ রানেই মেহেদী হাসান মিরাজ ফেরার পর সেই উমেশকেই উইকেট দিয়ে ৬ রানে ফিরেছিলেন নুরুল হাসান। ২১৩/৫ থেকে বাংলাদেশের স্কোরকার্ড মুহূর্তের মাঝে হয়ে যায় ২২৭/১০! নবম ব্যাটার হিসেবে আশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৮৪ রানে ফিরেছিলেন মুমিনুল। বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পর ভারত নিজেরাও কোনও বিপদ ঘটতে না দিয়ে দিন পার করে দেওয়াতে প্রথম দিনটা হয়ে থেকেছে তাদেরই।