• ভারতের বাংলাদেশ সফর
  • " />

     

    নাটকীয় শেষ বিকেলের বদৌলতে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ

    নাটকীয় শেষ বিকেলের বদৌলতে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ    

    ২য় টেস্ট, মিরপুর
    বাংলাদেশ- ২২৭ ও ২৩১, ২য় ইনিংস (লিটন ৭৩, জাকির ৫১, তাসকিন ৩১*, অক্ষর ৩/৬৮, সিরাজ ২/৪১, আশ্বিন ২/৬৬)
    ভারত- ৩১৪ ও ৪৫/৪, ২য় ইনিংস (অক্ষর ২৬*, গিল ৭, পুজারা ৬, মিরাজ ৩/১২, সাকিব ১/২১)
    ৩য় দিন, স্টাম্পস

     

    শেষ বিকেলে ম্যাচ জমিয়ে তুলেছে বাংলাদেশ। একে একে দুই ওপেনারের পর চেতশ্বর পুজারা, ভিরাট কোহলিকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। লিটন দাস, জাকির হাসানের ফিফটির পাশাপাশি তাসকিন আহমেদ ও নুরুল হাসানের লড়াকু ইনিংসে ভারতের সামনে ১৪৫ রানের লক্ষ্য বেঁধে দেওয়ার পর ভারতের টপ অর্ডার ধসিয়ে দেওয়াতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই সাথে মিরপুরের ৩য় সর্বোচ্চ লক্ষ্য তাড়ার রেকর্ড গড়ে ভারতকে জিততে হলে পাড়ি দিতে হবে বন্ধুর পথ।

    ভারতের পথে কাটা বিছিয়েছিলেন দিনের শুরুতে জাকির হাসান। সকালে ভারতের দুর্দান্ত শুরুর বিপরীতে স্তম্ভ হয়েছিলেন জাকির। প্রথম সেশনে উইকেট ভাগাভাগি করে নিয়েছিলেন আশ্বিন, সিরাজ, উনাদকাট ও অক্ষর। তাতেই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন শান্ত, মুমিনুল, সাকিব ও মুশফিক। অন্য প্রান্ত আগলে লিটনকে নিয়ে এরপর লাঞ্চে গিয়েছিলেন জাকির। স্লিপে অবশ্য কোহলি সুযোগ দিয়েছিলেন দুজনকেই, সেই সাথে বেশ কয়েকবার রিভিউ আবেদনেও বেঁচে গিয়েছিলেন দুজনেই। তা সত্ত্বেও মানসিক দৃঢ়তা দেখিয়ে জাকির ঠিকই তুলে নিয়েছিলেন ফিফটি। ফিফটির পরপরই অবশ্য সিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে উমেশের শিকার হয়ে ৫১ রানে থামেন জাকির।

    থামেননি লিটন, উলটো নুরুলকে সঙ্গী করে শুরু করেন প্রতি আক্রমণ। দুজনেই আগুনের সাথে খেলতে থাকলেও স্কোরবোর্ডে রান বাড়িয়েছেন দ্রুত। ২৯ বলে ৩১ রানের প্রতি আক্রমণ শেষে বেরিয়ে এসে খেলতে গিয়ে অক্ষরের শিকার হয়ে ফিরে যান নুরুল। অন্য প্রান্তে অবশ্য আরও একবার ক্যাচ মিসের সুযোগ নিয়ে বাউন্ডারি দিয়েই ১৫তম টেস্ট ফিফটি পেয়ে যান লিটন। উইকেটে এসে লিটনকেও দারুণ সঙ্গ দেন তাসকিন। লিটনের প্রতিরোধ অবশ্য ভেঙে দেন সিরিজ জুড়েই তার সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে থাকা সিরাজ। দারুণ এক ভেতরে ঢোকানো বলে লিটনের স্টাম্প গুড়িয়ে দিয়ে তাকে থামান ৭৩ রানে। লিটনের বিদায়ের পর তাসকিন ৩১* রানে অপরাজিত থাকলে আশ্বিন ও রান আউটের বদৌলতে বাংলাদেশকে ১৪৪ রানের বেশি লিড নিতে দেয়নি ভারত।

    তবে সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে উলটো বাংলাদেশই চেপে বসে। প্রথম বলেই গিলের বিপক্ষে জোরালো আবেদন করে সাড়া পাননি সাকিব। তবে নিজের দ্বিতীয় ওভারেই অন্য প্রান্তে থাকা ভারত অধিনায়ককে ঠিকই ফেরান তিনি। কিছুক্ষণ পরে মিরাজের বলে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন পুজারা। স্পিনের পরিকল্পনা সামাল দিতে চারে ভারত অক্ষরকে নামালে তিনি ঠিকই এক প্রান্ত আগলে রাখেন। কিন্তু পুজারার মত গিলকেও স্টাম্পিংয়ের ফাঁদে ফেলার পর কোহলিকে শর্ট লেগে মুমিনুলের তালুবন্দি করেন মিরাজ। শেষ বিকেলের উজ্জীবিত পারফর্ম্যান্সে বাংলাদেশ তাই দেখছে জয়ের স্বপ্ন।