• ভারতের বাংলাদেশ সফর
  • " />

     

    বাংলাদেশের আশা ভেস্তে আশ্বিন-শ্রেয়াসের ঠান্ডা মাথার জুটিতে ভারতের জয়

    বাংলাদেশের আশা ভেস্তে আশ্বিন-শ্রেয়াসের ঠান্ডা মাথার জুটিতে ভারতের জয়    

    ২য় টেস্ট, মিরপুর
    বাংলাদেশ- ২২৭ ও ২৩১, ২য় ইনিংস
    ভারত- ৩১৪ ও ১৪৫/৭, ২য় ইনিংস (আশ্বিন ৪২*, অক্ষর ৩৪, শ্রেয়াস ২৯*, মিরাজ ৫/৬৩, সাকিব ২/৫০)
    ফলাফল: ভারত ৩ উইকেটে জয়ী

     

    সকালে দারুণ শুরু করেও ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়েই ফিরতে হল বাংলাদেশকে। মেহেদী হাসান মিরাজের ফাইফারে সকাল শুরু হলেও দেয়াল হয়ে দাঁড়িয়ে যাওয়া রবিচন্দ্রন আশ্বিন-শ্রেয়াস আইয়ারের ১০৫ বলে ৭১* রানের অনবদ্য জুটিতে জয় দিয়েই ওয়াইটওয়াশ সম্পন্ন করল ভারত।

    ভারতকে অবশ্য ভড়কে দিয়েছিল বাংলাদেশ গতকাল বিকেলেই। সংবাদ সম্মেলনেও লিটন যখন বাংলাদেশকেই ম্যাচে এগিয়ে রাখলেন সেখান থেকেই যেন বাংলাদেশের আত্মবিশ্বাস ঠিকরে পড়ছিল, যার প্রমাণ মিলেছিল আজ সকালেও। দিনের প্রথম ওভারেই জয়দেব উনাদকাটের বিপক্ষে আবেদন করেও রিক্ত হস্তে ফিরতে হয়েছিল। কিছুক্ষণ পরেই মিরাজকে দারুণ এক ছয় মারলেও নিজেদের ওপর আস্থা হারায়নি বোলাররা। উনাদকাটকেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। অন্য প্রান্তে অক্ষর তখনও অটল, সেই সাথে উইকেটে আসলেন ভারতের সবচেয়ে ভীতিকর ব্যাটার ঋষাভ পান্ট। বাংলাদেশকে স্বপ্ন দেখাতে থাকা মিরাজই উইকেট তুলে নেওয়ার দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। পান্টকে ব্যাকফুটে ঠেলে দিয়ে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরালেন ৯ রানে। ঠিক পরের ওভারে অক্ষরকেও ব্যাক ফুটে ঠেলে দিলে স্টাম্পে বল ডেকে বিদায় নিতে হয় ৩৪ রানে থেকে দারুণ খেলতে থাকা অক্ষরকে।

    দুজনের বিদায়ের পর শ্রেয়াস ও আশ্বিন সময় নেন, উইকেটের গতি ও বাঁক বুঝার চেষ্টা করেন। মিরাজের বলে ব্যাট প্যাড হয়ে মাত্র ১ রানে থাকার সময়ে শর্ট লেগে মুমিনুলকে সুযোগ দিয়ে বেঁচে যান আশ্বিন। সেখান থেকে ফিরে তাকাননি দুজনেই। স্পিন বুঝে যেতেই দুজনে মারমুখী হয়ে ওঠেন, সাকিব-মিরাজের বিপক্ষে সুযোগ বুঝে তুলে নিতে থাকেন বাউন্ডারি। সেটার জন্য সাকিব প্রথমবারের মত খালেদকে আক্রমণে আনলে আশ্বিনের ব্যাটের কানা খুঁজে পেয়েছিলেন তিনি। তবে তৃতীয় স্লিপে থাকা লিটনকে ফাঁকি দিয়ে সেবার দড়ি খুঁজে নেয় বল। জয়ের সুবাস পেতে থাকা দুই ব্যাটার এরপর আর কোনও সুযোগই দেননি। ৬২ বলে ৪২* রানে অপরাজিত থেকে আশ্বিন ও ৪৬ বলে ২৯* রানে থেকে শ্রেয়াস দলকে নিয়ে যান জয়ের বন্দরে। বাংলাদেশও তাই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখতে থাকলেও ফিরতে হয় হতাশা নিয়েই।