• অন্যান্য
  • " />

     

    বাংলাদেশ ক্রিকেটের ২০২৩: পুরুষ দলের জন্য অপেক্ষা করছে কেমন সূচী

    বাংলাদেশ ক্রিকেটের ২০২৩: পুরুষ দলের জন্য অপেক্ষা করছে কেমন সূচী    

    দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে ঘটনাবহুল এক ২০২২ সালের। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়, দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মত সুখকর মুহূর্ত যেমন এসেছে, ২০২২ সালে সেই সাথে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হার, টেস্টের দুর্দশার মত ভুলে যাওয়ার মত অধ্যায়ও এসেছে। ২০২২ পেছনে ফেলে ২০২৩ সালে বাংলাদেশের সামনে থাকছে ব্যস্ত সুচী। এক নজরে দেখে আসা যাক বাংলাদেশের খেলোয়াড়দের সামনে কী কী সিরিজ, টুর্নামেন্ট অপেক্ষা করছে।

    বিপিএল ২০২৩

    সময়কাল: ৬ জানুয়ারি-১৬ ফেব্রুয়ারি

    মিরপুরে ৬ জানুয়ারি দুপুর ২:৩০টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে এবারের বিপিএলের। এক মাসের বেশি সময় ধরে চলবে এবারের আসর। আসর শুরুর আগেই বেশ কিছু নামীদামী বিদেশি খেলোয়াড় থাকার কারণে এবার বিপিএল নিয়ে থাকছে বাড়তি আগ্রহ। সেই সাথে বাংলাদেশের ঘরোয়া খেলোয়াড়দের সামনে সুযোগ থাকছে নিজেদের প্রমাণ করে দলে ঢোকার সুযোগ।

    ইংল্যান্ডের বাংলাদেশ সফর

    সময়কাল: ১-১৪ মার্চ
    ম্যাচ সমূহ: ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি

    সাত বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালের সফরে বাংলাদেশকে ১-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারানোর পর ১-১ সমতায় শেষ হয়েছিল টেস্ট সিরিজ। এবারের সিরিজে বাংলাদেশের সামনে তাই সুযোগ থাকছে ইংল্যান্ডকে মুদ্রার উলটো পিঠটা দেখানোর। তবে ইংল্যান্ডের জন্য এবারের সফরটা দুই দেশের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে নিশ্চিতভাবেই। দুই দলের মধ্যে এবারই হতে যাচ্ছে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশ টি-টোয়েন্টিতে কেমন করে সেটাই দেখার বিষয়।

    আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর

    সময়কাল: মার্চ-এপ্রিল
    ম্যাচ সমূহ: ১টি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩টি  টি-টোয়েন্
    টি

    বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড শেষ এসেছিল ২০০৮ সালে। ৩টি ওয়ানডে খেলতে এসে সেবার ৩-০ ব্যবধানে ওয়াইটওয়াশ হয়ে ফিরেছিল আইরিশরা। তবে এরপর ক্রিকেটে বেশ কিছু অঘটনের জন্ম দেওয়া আয়ারল্যান্ড সেসব দিন পেছনে ফেলে এসে হয়ে উঠেছে সমীহ করার মত দল। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের বদৌলতে প্রথমবারের মত টেস্টে মুখোমুখি হবে আইরিশরা। ১৫ বছর আগের সেই সফরকে পেছনে ফেলে আইরিশরা তাই গর্ব করার মত এক সিরিজ কাটাতে চাইবে বাংলাদেশে।

    বাংলাদেশের আয়ারল্যান্ড সফর

    সময়কাল: মে
    ম্যাচ সমূহ:  ৩টি ওয়ানডে, ৪টি টি-টোয়েন্
    টি

    আইরিশরা বিদায় নেওয়ার পর আবার তাদের মাটিতেই ঘাটি গড়বে বাংলাদেশ। শেষ ২০১৯ সালে বাংলাদেশ গিয়েছিল আয়ারল্যান্ড সফরে। সেবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মত কোনও ত্রিদেশীয় সিরিজের শিরোপা পেয়েছিল বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপের আগ দিক দিয়ে হওয়া এই সিরিজের সুখ স্মৃতি নিয়েই এবারও আয়ারল্যান্ড যাত্রা করতে চাইবে বাংলাদেশ।
     
    আফগানিস্তানের বাংলাদেশ সফর

    সময়কাল: জুন-জুলাই
    ম্যাচ সমূহ: ২টি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি

    ২০২২ সালেই বাংলাদেশ সফরে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে গিয়েছিল। টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতা নিয়ে ফিরতে পারলেও ওয়ানডে সিরিজ আফগানরা হেরেছিলে ২-১ ব্যবধানে। তবে এবার তারা আসছে পূর্ণাঙ্গ সফরের উদ্দেশ্যে। এর আগে ২০১৯ সালে বাংলাদেশে টেস্ট খেলতে এসে রশিদ খানের নেতৃত্বে একমাত্র টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা। এবারও সেরকম কিছুরই স্বপ্ন বুনবে তারা।

     

    এশিয়া কাপ ২০২৩

    সময়কাল: সেপ্টেম্বর

    এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হওয়ার কথা। তবে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট নিয়ে চলছে জলঘোলা। পাকিস্তানে যেতে ভারত নারাজ, তাই শেষমেশ টুর্নামেন্ট মাঠে গড়াবে নাকি সেটা নিয়েই আছে শঙ্কা। এশিয়া কাপ শুরু হওয়ার কথা ১ সেপ্টেম্বর। ১২ ওয়ানডে সম্বলিত এই টুর্নামেন্টের সুচী অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।

    নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

    সময়কাল: সেপ্টেম্বর-ডিসেম্বর
    ম্যাচ সমূহ: ২টি টেস্ট, ৩টি ওয়ানডে

    ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে সেবার ৩-২ ব্যবধানের পরাজয় নেওয়া ফেরা কিউইরা এবার আসবে ওয়ানডে ও টেস্ট খেলতে; টেস্ট ২টি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাই কিউইরা এবার হয়ত পূর্ণ শক্তির দল পাঠাবে। নিউজিল্যান্ডের মাঠে এই বছরের শুরুতে টেস্ট জিতে আসা বাংলাদেশ চাইবে সেটার মতই কিছু দেশের মাটিতে করে দেখাতে।

    আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

    সময়কাল: অক্টোবর-নভেম্বর

    ভারতে হতে যাওয়া বিশ্বকাপ এবারও হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। মাস জড়ে চলা বাংলাদেশের সামনে এবার সুযোগ থাকছে পরিচিত আবহাওয়ায় ভাল কিছু করে দেখানোর। সেই সাথে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের সামনেও শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখার সুযোগটা তারা হয়তো লুফেই নিতে চাইবেন।

    বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

    সময়কাল: ডিসেম্বর
    ম্যাচ সমূহ: ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি

    বিশ্বকাপের আগে কিউইরা বাংলাদেশ ভ্রমণ করে যাওয়ার পর বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডে পাড়ি দিবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে যাওয়া বাংলাদেশ আশা রাখবে টেস্টের ঘরে টিক চিহ্ন বসানোর পর এবার বাকি দুই ফরম্যাটেও সেরকম কিছু করে দেখানোর।