• দলবদলের যত খবর
  • " />

     

    এই মৌসুমে দলবদল বাজারে যারা ফ্রি এজেন্ট

    এই মৌসুমে দলবদল বাজারে যারা ফ্রি এজেন্ট    

    সবেই শুরু হয়েছে গ্রীষ্মকালীন দলবদল। আড়াই মাসব্যাপী (১৪ জুন থেকে ১ সেপ্টেম্বর) এই উইন্ডোতে পুরো ইউরোপজুড়ে হবে হাজারের বেশি দলবদল। তবে সবার নজর থাকবে মূলত শীর্ষ পাঁচ লিগেই। দল সাজাতে বড়-ছোট সব ক্লাবের জন্যই সবচেয়ে সাশ্রয়ী দলবদল হতে পারে ফ্রি এজেন্টরা। চলুন দেখে নেওয়া যাক ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কারা কারা ফ্রি এজেন্ট হয়ে গেছেন এই গ্রীষ্মে-    

    প্রিমিয়ার লিগ

    ইলকাই গুন্ডোগান 

    সদ্য ট্রেবলজয়ী ম্যান সিটি অধিনায়ক আর ইতিহাদে চুক্তি নবায়ন করছেন না। নতুন চ্যালেঞ্জের খোঁজে থাকা এই ৩২ বছর বয়সী জার্মান মিডফিল্ডারকে দলে ভেড়ানোর জন্য ধরনা দিচ্ছে আর্সেনাল, বার্সেলোনার মতো ক্লাব।  

    রবার্তো ফিরমিনো 

    লিভারপুল তারকা ববি ফিরমিনো তার আট বছরের অ্যানফিল্ড অধ্যায়ের ইতি টেনেছেন। স্ট্রাইকারদের খোঁজে থাকা অনেক বড় ক্লাবই ধরনা দিচ্ছে তার পিছনে, গুঞ্জন রয়েছে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ারও। ফিরমিনোর সঙ্গে ফ্রি এজেন্ট হয়ে গেছে লিভারপুলের তিন মিডফিল্ডার জেমস মিলনার, নাবি কেইটা ও অ্যালেক্স অক্সালেড চ্যাম্বারলিনও। তবে মিলনার (ব্রাইটন) ও কেইটা (ভের্দা ব্রেমান) ইতোমধ্যে খুঁজে নিয়েছেন তাদের নতুন ক্লাব। 

    আদামা ট্রায়োরে

    তরুণ খেলোয়াড়দের মধ্যে এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ফ্রি এজেন্ট সম্ভবত আদামা ট্রায়োরেই। এই উলভস উইঙ্গারকে একসময় লিগের সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন হিসেবে দেখা হলেও এখনো তার জন্য আনুষ্ঠানিকভাবে বিড করেনি কোনো ক্লাবই। 

    অন্যান্য ফ্রি এজেন্টরা-

    উইলফ্রেড জাহা (ক্রিস্টাল প্যালেস): সৌদি আরব থেকে আসা প্রস্তাব নাকচ করেছেন।

    রিস নেলসন (আর্সেনাল): চুক্তি নবায়ন করবেন। 

    ইয়ুরি টিলেমানস (লেস্টার সিটি): ইতোমধ্যে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন।

    কাগলার সয়ঞ্চু (লেস্টার সিটি): অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিবেন। 

    এনগোলো কান্তে (চেলসি): সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিচ্ছেন।

    লুকাস মউরা (টটেনহাম)

    লা লিগা 

    লুকা মদ্রিচ, টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ)

    রিয়াল মাদ্রিদ মিডফিল্ডের এই দুই কাণ্ডারির চুক্তি গত মৌসুমেও শেষ হয়ে এসেছিল। কিন্তু ক্লাব না ছেড়ে দুজনই চুক্তি নবায়ন করেছিলেন, এক মৌসুমের জন্য। এবারও তাই হওয়ার কথা। তবে চড়া দামে জুড বেলিংহামের আগমন ও সৌদি আরব থেকে মদ্রিচ-ক্রুসের জন্য আসা প্রস্তাবের জন্য এখনো কিছুটা অনিশ্চয়তা আছে এই দুই চুক্তি।    

    মাদ্রিদের আরেক মিডফিল্ডার দানি সেবায়োসের চুক্তির মেয়াদও শেষ। তবে এই স্প্যানিয়ার্ড চুক্তি নবায়নে সম্মতি দিয়েছেন ইতোমধ্যে।  

    সার্জিও বুস্কেটস (বার্সেলোনা)

    ১৫ বছরের বার্সেলোনা ক্যারিয়ারে ইতি টেনে এবার বিদায় নিয়েছে ক্লাব কিংবদন্তি বুস্কেটস। তার নতুন গন্তব্য কোথায় হতে যাচ্ছে, তা এখনো জানা যায়নি।  

    ইনিগো মার্টিনেজ (বিলবাও) 

    ৩২ বছর বয়সী মার্টিনেজকে ফ্রিতে দলে ভেড়াতে যাচ্ছে বার্সেলোনা। 

    সিরি আ

    আদ্রিয়েন রাবিও (জুভেন্টাস)

    ফরাসি মিডফিল্ডার রাবিওকে গত মৌসুমে দলে ভেড়াতে চেয়েছিল ম্যান ইউনাইটেড। এবার ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার তার চাহিদা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। 

    আনহেল ডি মারিয়া (জুভেন্টাস)

    ক্লাব ছাড়ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার ডি মারিয়াও। ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা এই ৩৪ বছর বয়সী আর্জেন্টিনায় গিয়ে তার ক্লাব ক্যারিয়ারে ইতি টানতে পারেন।   

    এডিন জেকো, স্টেফান ডি ভ্রাই, সামির হ্যান্ডানোভিচ (ইন্টার মিলান)

    চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট ইন্টারের তিনজন সিনিয়র খেলোয়াড় এবার ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ছেন। 

    আন্দ্রেয়া বেলত্তি, নেমানিয়া মাতিচ, স্তেফান এল শারাওয়ে (রোমা)

    জোসে মরিনহো রোমা থেকেও বিদায় নিচ্ছেন তিনজন সিনিয়র খেলোয়াড়। 

    অন্যান্য ফ্রি এজেন্ট-

    লুইস মুরিয়েল (আটালান্টা)

    হুয়ান কোয়াদ্রাদো (জুভেন্টাস)

    বুন্দেসলিগা 

    মার্কাস থুরাম (গ্লাডবাখ)

    এই মুহূর্তে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে স্ট্রাইকারদের বাজারে সবচেয়ে বড় ফ্রি এজেন্টের নাম সম্ভবত মার্কাস থুরামই। পূর্বে অ্যাতলেটিকো মাদ্রিদ ও বেশ কিছু প্রিমিয়ার লিগ ক্লাব তার দৌড়ে থাকলেও বর্তমানে তার স্বদেশী ক্লাব পিএসজিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। 

    দাইচি কামারা (ফ্রাঙ্কফুর্ট)

    ডেলি ব্লিন্ড (বায়ার্ন)

    কনরাদ লাইমার (লাইপজিগ): বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন। 

    রাফায়েল গ্যারেরো (ডর্টমুন্ড): বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন।

    মাহমুদ দাহুদ (ডর্টমুন্ড): ব্রাইটনে যোগ দিচ্ছেন। 

    লিগ ওয়ান 

    সার্জিও রামোস (পিএসজি)

    অ্যালেক্সিস সানচেজ (মার্সেই)

    হোসেম আওয়ার (লিঁও): রোমায় যোগ দিচ্ছেন।

    অ্যারন রামসি (নিস)

    মুসা ডেম্বেলে (লিঁও)

    রস বার্কলি (নিস)

    জোনাথান বাম্বা (লিল)

    সিড কলাশিনাচ (মার্সেই)