• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব: কবে, কখন; কোন পটে কে ও আরও যা জানা প্রয়োজন

    চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব: কবে, কখন; কোন পটে কে ও আরও যা জানা প্রয়োজন    

    কবে, কোথায়, কখন?

    চ্যাম্পিয়নস লিগ এই মৌসুমের গ্রুপ পর্বের ড্র হবে বৃহস্পতিবার মোনাকোতে বাংলাদেশ সময় রাত দশটায়। বাংলাদেশে সনি নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা আজকের ড্র। আজ ঘোষণা করা হবে ইউয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের নামও। 

    কারা খেলবে? 

    মোট ৩২টি দল অংশ নেবে ড্র-তে। প্রতি গ্রুপে চারটি করে আট গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। সরাসরি নিশ্চিত হয়েছে ২৬টি দল, বাকি ৬টি দল প্লে অফ খেলে এসেছে। 

    কীভাবে ড্র হবে?

    ৩২টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের ড্রতে প্রতি পট থেকে একটি করে দল থাকবে। একই দেশের দুইটি ক্লাব একই গ্রুপে পড়বে না। যার মানে গ্রুপ পর্বে সিটি, ইউনাইটেড, আর্সেনাল বা নিউক্যাসলের কেউ একে অন্যের মুখোমুখি হবে না। 

    পট কোনগুলো?

    পট ১:  ম্যান সিটি, সেভিয়া, বার্সেলোনা, নাপোলি, বায়ার্ন, পিএসজি, বেনফিকা, ফেইনুর্ড 

    পট ২: রিয়াল মাদ্রিদ, ম্যান ইউনাইটেড, ইন্টার মিলান, বরুসিয়া ডর্টমুন্ড, অ্যাটলেটিকো, লাইপজিগ, পোর্তো, আর্সেনাল 

    পট ৩: শাখতার, সালজবুর্গ, মিলান, ব্রাগা, পিএসভি, লাৎসিও, রেড স্টার বেলগ্রেড, কোপেনহেগেন

    পট ৪: ইয়াং বয়েজ, রিয়াল সোসিয়েদাদ, গ্যালাতাসারাই, সেল্টিক, নিউক্যাসল, ইউনিয়ন বার্লিন, রয়্যাল অ্যান্টওয়ার্প, লেঁস

    গ্রুপ পর্ব কবে?

    ১৯ সেপ্টেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্ব, প্রতিটি দল হোম ও অ্যাওয়েতে দুইবার একে অন্যের মুখোমুখি হবে। ১ জুন হবে ফাইনাল। এই ফরম্যাটে এটাই শেষ চ্যাম্পিয়নস লিগ। সামনের মৌসুম থেকে ৩৬টি দল খেলবে।