• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    কেন টসে জিতে বোলিং নিলেন সাকিব? কেমন হয়েছে একাদশ?

    কেন টসে জিতে বোলিং নিলেন সাকিব? কেমন হয়েছে একাদশ?    

    ধর্মশালায় টসে জিএ বল করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। সকালের কন্ডিশন কাজে লাগাতে চাইবে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে চমক বলতে একটাই, দলে আছেন মাহমুদউল্লাহ। আছেন ওপেনার তানজিদ তামিমও। তিন পেসার নিয়ে নামছে বাংলাদেশ, তবে দলে নেই হাসান মাহমুদ। 

    সাকিব বলেছেন, এই মাঠে পরে ব্যাট করা দল ভালো করে। আর সকালের কন্ডিশন পেসারদের জন্য সহায়ক আসতে পারে, এজন্যই এই সিদ্ধান্ত। আফগানিস্তান অধিনায়ক শহীদিও আশাবাদী, এই মাঠে তারা ভালো করতে পারবে।

     

    বাংলাদেশ

     লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমদুউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান

     

    আফগানিস্তান

    রহমানউল্লাহ গুরবাজ,ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, নাভিন উল হক, ফাজালহক ফারুকী