• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    ওপেনিং নিয়ে চিন্তার কিছু দেখেন না শান্ত, হতাশ নন পেসাররা

    ওপেনিং নিয়ে চিন্তার কিছু দেখেন না শান্ত, হতাশ নন পেসাররা    

    নিউজিলান্ডের বিপক্ষে ম্যাচের আগে অবধারিতভাবেই বাংলাদেশের সংবাদ সম্মেলনে বড় প্রশ্ন, ওপেনিং জুটি কেন ক্লিক করছে না? পেসাররাও ইংল্যান্ডের সাথে ম্যাচটা কাটিয়েছেন দুঃস্বপ্নের মতো। দলের প্রতিনিধি সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন তানজিদ তামিম ও পেসারদের ওপর আস্থা রাখার জন্য। 

    তানজিদ তামিমের দিকেই তীরটা আসছে বেশি। দুই ম্যাচেই তিনি আউট হয়ে গেছেন শুরুতেই। অনভিজ্ঞ বলে তার ওপর চাপটাও বেশি। শান্ত বললেন, ওপেনিং নিয়ে এত দুশ্চিন্ত্যা করতে। সবাইকে আহবান জানালেন তানজিদের পাশে থাকতে, 'আমার মনে হয় ওপেনিং আমরা চিন্তাউই না করি। চিন্তাঈয়া বাদ দেই। আমার মনে হয় এখানে যারা টপ অর্ডারে ব্যাট করতে এসেছে সবাই খুব ভালো প্রিপারেশন নিয়ে এসেছে। আমার মনে হয় এক দুইটা ভালো ইনিংসে ওই কনফিডেন্সটা তাদের আসবে। আমার মনে হয় এখানে কেউই এমন না যে রিল্যাক্স আছে বা দলের জন্য চেষ্টা করছে না। সবাই চেষ্টা করছে। সামনেই হয়তো টপ অর্ডারের কাছ থেকে ভালো ইনিংস আসবে।

    আমার মনে হয় কারও বেশি সময় লাগে দলে সেটল হতে, কারও কম সময় লাগে। আমার কাছে মনে হয় ও মাত্র পাঁচ ছয়টা ম্যাচ খেলেছে। সবার ওর ওপর এই বিশ্বাস রাখা উচিত, ওকে সাপোর্ট করা উচিত। এখানে যারা এসেছে সবাই ক্যাপেবল, আশা করি সামনের ম্যাচে ভালো কিছু হবে।'

    প্রথম ম্যাচে শগুরুটা ভালো না হলেও পরে ভালো করেছেন পেসাররা। কিন্তু ইংল্যান্ডের ম্যাচে সেটা হয়নি। শান্ত অবশ্য বললেন পেসাররা হতাশ নন, 'না, প্রথম কথা হচ্ছে পেসাররা হতাশ নন। আমরা আসলে আমাদের পেসারদের ৬০-৭০ রান করে দিতে দেখতে অভ্যস্ত নই। তবে এই ধরনের উইকেটে এরকম হয়। আমার মনে হয় তারা ভালোভাবেই কামব্যাক করবে।'