• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    ইশান আউট, গিল ইন : টস জিতে কেন বোলিংয়ে ভারত?

    ইশান আউট, গিল ইন : টস জিতে কেন বোলিংয়ে ভারত?    

    বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ বলেই ধরা হয় ভারত-পাকিস্তানের মুখোমুখি দেখাকে। এবারও ব্যতিক্রম নয়। আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার। টসের সিদ্ধান্ত জানানোর সময় রোহিত বলেছেন, ডিউ ফ্যাক্টরের কথা মাথায় রেখে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন টসে জিতলে তারাও আগে বোলিং করার সিদ্ধান্ত নিতেন। 

    ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। প্রথম দুই ম্যাচ ডেঙ্গুর জন্য খেলতে না পারলেও আজ একাদশে আছেন শুভমান গিল। ওয়ানডে বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার। বাদ পড়েছেন ইশান কিষান। পাকিস্তান মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

     

    দেখে নিন দুই দলের সেরা একাদশ :