• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    ভারতের ম্যাচে অনিশ্চিত সাকিব?

    ভারতের ম্যাচে অনিশ্চিত সাকিব?    

    নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, সাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শেষ পর্যন্ত ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না, সেটা নিয়ে সংশয় রয়ে গেছে। 

    নিউজিল্যান্ডের ম্যাচে ব্যাটিং করার সময়েই উরুতে টান লাগে সাকিবের। ওই অবস্থাতেই পরে বোলিং আর ফিল্ডিং করেছেন, তবে তার অস্বস্তি বোঝা যাছিল স্পষ্ট। ম্যাচ শেষেই হাসপাতালে স্ক্যান করতে গেছেন। রিপোর্টে কী এসেছে সেটা জানায়নি বিসিবি। তবে বিসিবি ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, লেফট কোয়াড্রিসেপ্সে চোট পেয়েছেন সাকিব। আপাতত তাকে প্রতিদিন পর্যবেক্ষণে রাখা হবে। 

    বাংলাদেশ দলের একাধিক সূত্র বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, সাকিবের ব্যথা কমছে। তবে এই ধরনের চোট থেকে সেরে উঠতে সপ্তাহখানেকের মতো সময় লাগে। ভারতের সাথে ম্যাচ চারদিন পরেই। সাকিব তাই সময়মতো মাঠে ফিরতে পারবেন কি না সেটা বলা কঠিন।