• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    দারুণ ওপেনিং জুটির পর জাম্পা-স্টার্কে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়

    দারুণ ওপেনিং জুটির পর  জাম্পা-স্টার্কে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা (টস-শ্রীলঙ্কা/ব্যাটিং)
    শ্রীলঙ্কা - ২০৯, ৪৩.৩ ওভার (কুশল ৭৮, নিসাঙ্কা ৬১, আসালাঙ্কা ২৫, জাম্পা ৪/৪৭, কামিন্স ২/৩২, স্টার্ক ২/৪৩)

     

    টসে জিতে ব্যাটিং নিয়ে ১২৫ রানের ওপেনিং জুটি গড়েও শ্রীলঙ্কা গুটিয়ে গেল রানে। পাথুম নিসাঙ্কা-কুশল পেরেরার দারুণ ওপেনিং জুটি সত্ত্বেও তাই অস্ট্রেলিয়ার দাপুটে বোলিংয়ে টানা তৃতীয় হারটাই বরণ করতে হতে পারে লঙ্কানদের।


    অস্ট্রেলিয়ার পেসারদের একেবারে নিষ্ক্রিয় করে নিজেদের বাজে ফর্ম পেছনে ফেলে বড় ইনিংস গড়ার ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার। ১৮-তম ওভারেই দলীয় শতরান পূর্ণ করে পয়েন্ট তালিকার তলানিতে থাকা অস্ট্রেলিয়াকে দুঃখের ভেলায় ভাসানোর ইঙ্গিত দিচ্ছিলেন দুজন। ৫৭ বলেই পেরেরা ফিফটি পেয়ে গেলে ৫৮ বলে নিসাঙ্কা পেয়ে যান ফিফটি। তবে কামিন্সের আঘাতে নিসাঙ্কা এরপর ফেরেন ৬৭ বলে ৬১ রানে; যার জন্য ওয়ার্নারকেই ধন্যবাদ দিতে পারেন তিনি। সেই কামিন্সই কুশলের স্টাম্প উপড়ে ৮২ বলে ৭৮ রানে তাকে থামান।


    শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়টায় এরপর নেতৃত্ব দেন জাম্পা। দুর্দান্ত ফর্মে থাকা মেন্ডিসকে তিনি থামান ডিপে আরও একবার ওয়ার্নারের দুর্দান্ত ক্যাচে; এরপর সাদিরাকে থামান এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। মাঝে অল্প সময়ের জন্য বৃষ্টি-বিরতি পড়লে সেটার পরে আরও সুবিধা করতে পারেনি লঙ্কানরা। এক বল পরেই স্টার্কের শিকার হয়ে ধনঞ্জয়া ফিরলে শেষ ৪৯ রানেই ৫ উইকেট হারায় তারা। জাম্পা-স্টার্কের কোনও জবাবই তাদের জানা ছিল না।