• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    এডওয়ার্ডসের অধিনায়কোচিত ইনিংসে ডাচদের লড়াকু সংগ্রহ

    এডওয়ার্ডসের অধিনায়কোচিত ইনিংসে ডাচদের লড়াকু সংগ্রহ    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস (টস-দক্ষিণ আফ্রিকা/বোলিং)
    নেদারল্যান্ডস - ২৪৫/৮, ৪৩(৪৩) ওভার (এডওয়ার্ডস ৭৮*, ভ্যান ডার মারওয়া ২৯, আরিয়ান ২৩*, ইয়ানসেন ২/২৭, রাবাদা ২/৫৬, এনগিডি ২/৫৭)

     

    বৃষ্টিতে টস হতেই দেরি হয়েছিল, খেলা শুরুর আগে হয়েছিল আরেক দফা বিলম্ব। তবে ৪৩ ওভারে খেলা নেমে আসার পর অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কা কাটিয়ে লড়াকু সংগ্রহ পেয়েছে নেদারল্যান্ডস।

    দশ ওভারের মধ্যেই দুই ওপেনার বিক্রমজিত সিং ও ম্যাক্স ও’ডাউডকে খুইয়ে মাত্র ৩২ রান তুলতে পারে ডাচরা। রাবাদা-কোয়েটজিদের তোপে সুবিধা করতে না পেরে পরের দশ ওভারের মধ্যে বাস ডি লিড, কলিন অ্যাকারম্যানরা ফেরার পর লড়তে থাকা সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ১৯ রানে ফিরলে চিন্তায় পড়ে যায় ডাচরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার অঘটন ঘটানোর পর প্রোটিয়ারা যেন তাদের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই নেমেছিল।

    এমনকি ১৫ রানে জীবন পাওয়া তেজা নিদামানুরুকেও সুবিধা করার কোনও সুযোগ দেননি প্রোটিয়া পেসাররা। কঠোর বিপদের মধ্যেই হাল ছাড়তে নারাজ অধিনায়ক স্কট এডওয়ার্ডস লড়াই চালিয়ে যান। লোগান ভ্যান বিক মাঝে ফিরলে এডওয়ার্ডসের সাথে যোগ দিয়ে রোলফ ভ্যান ডার মারওয়া কোয়েটজির ৩৫-তম ওভারে ২ চার, ১ ছয়ে ১৫ রান তুললে সেখান থেকে আত্মবিশ্বাস পায় তারা। সেই আত্মবিশ্বাসের তরীতে বিপদ পাড়ি দিয়ে ৫৩ বলে ফিফটি পেয়ে যান এডওয়ার্ডস। পরে ১৯ বলে ২৯ রানের দারুণ ক্যামিও খেলে ভ্যান ডার মারওয়া থামলেও থামেনই এডওয়ার্ডস। উল্টো তার সাথে যোগ দিয়ে আরিয়ান দত্তও খেলেন দারুণ এক ক্যামিও। ৯ বলে ২৩* রান করে রাবাদা-কোয়েটজি-এনগিডির সাথে ছেড়ে কথা বলেননি দত্ত। সেই সাথে এডওয়ার্ডস ৬৯ বলে ৭৮* রান করে অপরাজিত থাকলে ডাচরা পেয়ে যায় লড়াইয়ের রসদ।