• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    মাঝের ধাক্কা সামলে ল্যাথাম-ফিলিপসের লড়াইয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৮৮

    মাঝের ধাক্কা সামলে  ল্যাথাম-ফিলিপসের লড়াইয়ে  নিউজিল্যান্ডের সংগ্রহ ২৮৮    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, নিউজিল্যান্ড-আফগানিস্তান (টস-আফগানিস্তান/বোলিং)
    নিউজিল্যান্ড - ২৮৮/৬, ৫০ ওভার (ফিলিপস ৭১, ল্যাথাম ৬৮, ইয়াং ৫৪, নাভিন ২/৪৮, ওমরযাই ২/৫৬, রশিদ ১/৪৩)

     

    ইংল্যান্ডের বিপক্ষে অঘটন ঘটানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষেই তেমনটাই ইঙ্গিত দিচ্ছিল আফগানিস্তান। তবে অধিনায়ক টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসের সুবাদে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা।

    কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে আবারও দলে ফেরা উইল ইয়াং এদিন নিজেকে মেলে ধরলেও ৭ম ওভারেই মুজিবের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ১৮ বলে ২০ রানে থামেন ডেভন কনওয়ে। তবে রাচিন রবীন্দ্রকে সঙ্গী করে বিশ্বকাপে নিজেকে মেলে ধরার পপ্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া ইয়াং ফিফটিও পেয়ে যান। দলীয় শতরানও ততক্ষণে পূর্ণ হয়ে গেলে নড়েচড়ে বসে আফগানরা। আর আফগানদের ঘুরে দাঁড়ায় আজমতউল্লাহ ওমরযাইয়ের সুবাদে। ২০.২ থেকে ২১.৪ ওভারের মধ্যে মাত্র ১ রান তুলেই ৩ উইকেট খুইয়ে বসে নিউজিল্যান্ড। ওমরযাইয়ের বলে আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে ৩২ রানে রবীন্দ্র ফিরলে ওই ওভারেই ৫৪ রানে থামেন উইল ইয়াং। পরের ওভারে ফর্মে থাকা মিচেলকেও উইকেটের পেছনে বন্দি করেন রশিদ খান।

    সেখান থেকেই দৃশ্যপটে আবারও আসে পরিবর্তন। ৩০ ওভারে ১৩৮ রান তুলতে পারা নিউজিল্যান্ড সময় নেয় ইনিংস মেরামতে। নবী, রশিদদের যোগ্য সম্মান দিয়ে খেলতে থাকা ফিলিপস ৬৯ বলে ফিফটি পাওয়ার পর ফারুকীর করা ৪৫-তম ওভারে দুই ছয়ে ১৫ রান নিলে সেখান থেকেই গিয়ার পালটায় কিউইরা। পরের ওভারে ৬৭ বলে ফিফটি ছুঁয়ে ল্যাথামও ছয়ের মিছিলে যোগ দেন তখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার ওমরযাইয়ের ওভারে ১৮ রান তুলে। নাভিনের করা পরের ওভারেই অবশ্য ৭১ রানে ফিলিপস ও ৬৮ রানে ল্যাথাম তিন বলের ব্যবধানেই ফেরেন। শেষ দুই ওভারে তাও আসে ৩১ রান! মার্ক চ্যাপম্যানের ১২ বলে ২৫* রানের দারুণ ক্যামিওকে সেজন্য তো ধন্যবাদ দেবেই কিউইরা, সেই সাথে শেষ দশ ওভারে আফগানদের বাজে ফিল্ডিংয়ের জন্যও ইনিংস শেষে খুশিই থাকবে তারা।