• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    ভারতের বিপক্ষে সাকিবকে পেতে সকাল পর্যন্ত অপেক্ষা

    ভারতের বিপক্ষে সাকিবকে পেতে সকাল পর্যন্ত অপেক্ষা    

    নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উরুর চোটে পড়ায় ভারতের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে শংকায় ছিল বাংলাদেশ। তবে  ছয়দিনের বিরতির গত দুইদিন ব্যাটিং প্র্যাকটিস করেছেন বাংলাদেশ অধিনায়ক। আজ দ্বিতীয় দফায় স্ক্যান করা হয়েছে তার। আগামীকাল হাতে পেতে যাওয়া সেই স্ক্যানের রিপোর্টের ওপর নির্ভর করছে সাকিব ভারতের বিপক্ষে খেল্বেন কিনা। আজ সংবাদ সম্মেলনে এসে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, সাকিবের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করবেন তারা। 

    সাকিবকে নিয়েই আজ প্রথম প্রশ্নটা ছিল সংবাদ সম্মেলনে। সাকিব খেলছেন কিনা ভারতের বিপক্ষে, এই প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেছেন, 'গতকাল বেশ ভালো একটা ব্যাটিং সেশন কাটিয়েছে সাকিব। রানিং বিটুইন দ্য উইকেটও বেশ ভালো। আমরা আজ একটা স্ক্যান করিয়েছি, রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তবে এখন সে ভালো আছে। অবশ্য বোলিং কোন পর্যায়ে আছে সেটা দেখা হয়নি এখনো। আগামীকাল ম্যাচের আগে অবস্থা দেখে সিদ্ধান্ত নেব। যদি শতভাগ ফিট না থাকে তাহলে কোনো ঝুকি আমরা নিচ্ছি না। আর ফিট থাকলে সে খেলবে।'

    গত দুদিন ব্যাটিং-রানিং সারলেও বল করা হয়নি সাকিবের। আগামীকাল ম্যাচের আগে রিপোর্ট দেখেই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে ভারতের বিপক্ষে সাকিব খেলবেন কিনা। টানা তিন জয়ে ভারত এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। এদিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই হারে বেশ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবও খেলতে চাইবেন নিশ্চিত। দুদিন আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও বলেছিলেন, সাকিব এই ম্যাচটা খেলতে চান।