• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    শ্রীলংকার বিপক্ষে টসে জিতে নেদারল্যান্ডসের ব্যাটিং, কেমন রান হতে পারে লখনৌতে?

    শ্রীলংকার বিপক্ষে টসে জিতে নেদারল্যান্ডসের ব্যাটিং, কেমন রান হতে পারে লখনৌতে?    

    লখনৌতে নেদারল্যান্ডস-শ্রীলংকার ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নেদারল্যান্ডস নামছে আগের দল নিয়ে, অন্যদিকে শ্রীলংকার একাদশে আছে দুই পরিবর্তন। ভেল্লালাগে ও লাহিরু কুমারার জায়গায় এসেছেন কাসুন রাজিথা ও দুশান হেমান্থা। 

    লখনৌর এই পিচে পেসারদের জন্য কিছু সহায়তা থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে পরে ব্যাট করা হয়তো সহজ হতে পারে। আগের দিন দক্ষিণ আফ্রিকার মতো এবার ডাচরা চাইবে বড় স্কোর গড়তে। আর শ্রীলংকার দরকার প্রথম জয়। 

    শ্রীলংকা একাদশ

    নিসাংকা, পেরেরা, মেন্ডিস, সামারাভিক্রামা, আসালাংকা, ধনঞ্জয়া ডি সিলভা, হেমান্থা, করুনারত্নে, থিকসানা, রাজিথা, মাদুশাংকা

    নেদারল্যান্ডস একাদশ 

    বিক্রমজিত, ম্যাক্স ও ডুড, অ্যাকারম্যান, ডি লিডা, নিদামানারু, এডওয়ার্ডস, এংগেল্ব্রেখট, ভ্যান ডার মারউই, ভ্যান বিক, আরয়ান, ভ্যান মিকেরেন