• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    ‘ডি কক ডমিনেশন’, ‘ক্লাসেনের কারিকুরি’: বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পর্বতসম সংগ্রহ

    ‘ডি কক ডমিনেশন’, ‘ক্লাসেনের কারিকুরি’: বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার  পর্বতসম সংগ্রহ    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ (টস-দক্ষিণ আফ্রিকা/ব্যাটিং)
    দক্ষিণ আফ্রিকা - ৩৮২/৫, ৫০ ওভার (ডি কক ১৭৪, ক্লাসেন ৯০, মার্করাম ৬০, হাসান ২/৬৭, মিরাজ ১/৪৪)

     

    দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করলে বাংলাদেশের বেহাল দশা হতে পারে শঙ্কা ছিল এমনটাই। হলও তাই! বিশ্বকাপে রেকর্ড ৩য় বারের মত ৩৫০+ রানের সংগ্রহ পেল দক্ষিণ আফ্রিকা। একইসাথে বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেল তারা যার প্রথম তিনটাই তাদের অধীনে। আর সেই পাহাড় গড়ার কারিগর আরও একবার কুইন্টন ডি কক ও হাইনরিখ ক্লাসেন।

    অথচ বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছিল। রানের খাতা খোলার আগেই রিজা হেন্ড্রিকস স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গেলেও দারুণ এক ইনসুইঙ্গারে পরে ১২ রানে তার স্টাম্প উপড়ে ফেলেন শরিফুল ইসলাম। ফর্মে থাকা রাসি ভ্যান ডার ডুসেনকেও মাত্র ১ রানে মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউর ফাঁদে ফেললে প্রথম পাওয়ারপ্লেতে ৪৪ রান তুলতে পারে তারা।

    ম্যাচের মোড়টাও বদলাতে থাকে এরপর থেকেই।  দলীয় শতরান তারা ছুঁয়ে ফেলে ২০.২ ওভারেই! এইডেন মার্করামকে নিয়ে কুইন্টন ডি কক খেলতে থাকেন আপন ছন্দে। আর ডি ককের সামনে তখন থেকেই বাংলাদেশকে যেন অসহায় লাগতে থাকে। ডি কক যথারীতি সেঞ্চুরি ঠিকই পেয়ে যায়, আসরের ৩য় সেঞ্চুরিটা আসে ১০১ বলে। ক্লাসেন তখনও হাত খুলেননি; তাতেই দক্ষিণ আফ্রিকা নিজেদের দুইশো রান পেয়ে যায় ৩৫.৫ ওভারে। ২১ থেকে ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকার ১৪৪ রানটা তাও কিছুটা আশা দিচ্ছিল বাংলাদেশকে।

    সেই আশা ধুলোয় মিটিয়ে ঠিকই শেষ দশ ওভারে রুদ্রমূর্তি ধারণ করর প্রোটিয়ারা। ১২৯ বলে ডি কক ১৫০ রান করে ফেললে ক্লাসেনও তখন হাত খোলেন। ৩৪ বলে ক্লাসেন ফিফটি পেলে পেসার, স্পিনার কাউকেই ছেড়ে কথা না বলে প্রোটিয়াদের আগুনে ব্যাটিংয়ে দিশেহারা হয়ে যায় বাংলাদেশের বোলাররা। একমাত্র মিরাজ আশার আলো হয়ে থাকলেও শেষে তার হাত ঘুরানোর সুযোগ হয়নি। সবচেয়ে খরুচেদের একজন হাসান শেষমেশ থামিয়েছেন এই দুজনকে। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে সরাসরি ক্যাচ তুলে দিয়ে ১৪০ বলে ১৭৪ রানে ডি কক হাসানের শিকার হয়ে থামলে শেষ ওভারে তার ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ারকে মাঠছাড়া করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ৪৯ বলে ৯০ রানে থামেন ক্লাসেন। তবে এই দুজনের ঝড়ের সাথে ডেভিড মিলারের ১৫ বলে ৩৪* রানে তাতে খুব একটা লাভ হয়নি। শেষ দশ ওভারে ১৪৪ রান তুলে দক্ষিণ আফ্রিকা ঠিকই গড়েছে রানের পাহাড়।