• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    স্টেডিয়ামের লাইট শো : কেন 'ফালতু আইডিয়া' বললেন ম্যাক্সওয়েল?

    স্টেডিয়ামের লাইট শো : কেন 'ফালতু আইডিয়া' বললেন ম্যাক্সওয়েল?    

    বিশ্বকাপে ইনিংস ব্রেক কিংবা ম্যাচ শেষে স্টেডিয়ামের লাইট শো প্রায় নিয়মিত ঘটনাই। ফ্লাডলাইট বন্ধ করে দেয়া হয়, স্পিকারে বেজে উঠে মিউজিক। সেই সুরের তালে ফ্লাডলাইট জ্বলতে-নিভতে থাকে। দর্শকরাও মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে শামিল হন সেই লাইট শোতে। তবে গ্লেন ম্যাক্সওয়েলের পছন্দ নয় এই লাইট শো। এই অজি ব্যাটারের মতে এই লাইট শোর ব্যাপারটি একটি ‘ফালতু আইডিয়া’। 

    দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে কাল দ্রুততম বিশ্বকাপ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডাচদের বিপক্ষে। ৪০ বলে সেঞ্চুরি তুলে নিয়ে থেমেছেন ৪৪ বলে ১০৬ রানে। অজিদের দেয়া ৪০০ রানের লক্ষ্য ছুঁতে দিয়ে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ডাচদের ব্যাটিংয়ে ব্রেকের সময় শুরু হয় লাইট শো। প্রায় দুই মিনিটব্যাপী সেই লাইট শো চলাকালীন গ্লেন ম্যাক্সওয়েল দুই হাত দিয়ে ঢেকে ফেলেন নিজের চোখ। 

    ব্যাপারটি একদমই ভালো লাগেনি ম্যাক্সওয়েলের। ম্যাচের পর সংবাদমাধ্যমকে বলেছেন,  ‘পার্থ স্টেডিয়ামে বিগ ব্যাশের এক ম্যাচ খেলতে গিয়েও এই লাইট শো দেখেছি। আমার প্রচণ্ড মাথাব্যাথা হয়, দৃষ্টিশক্তি ঠিক করতেও সময় লাগে এর প্রভাবে। আমার কাছে মনে হয় ক্রিকেটারদের জন্য এটা খুবই ফালতু একটা কাজ। যতটা পেরেছি চোখ ঢেকে রেখেছি। কিন্তু আসলেই ভয়ংকর একটা কাজ। দর্শকদের জন্য দারুন হলেও ব্যাপারটা একদমই ভালো নয়।’

    অবশ্য একই ম্যাচে সেঞ্চুরি করা তার সতীর্থ ডেভিড ওয়ার্নারের অবশ্য বেশ মনে ধরেছে এই লাইট শো। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ লিখেছেন ‘লাইট শো দারুণ  লেগেছে, কী দুর্দান্ত একটা পরিবেশ। এর পুরোটাই দর্শক-সমর্থকদের জন্য। আমরা যা ভালোবাসি (ক্রিকেট) সেটা তাদের ছাড়া সম্ভব না।’