• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    অসহায় সাকিবের স্বীকারোক্তি, কী করতে হবে তিনি জানেন না

    অসহায় সাকিবের স্বীকারোক্তি, কী করতে হবে তিনি জানেন না    

    একের পর এক হার, দলের কেউ রানে নেই, সর্বশেষ নেদারল্যান্ডসের কাছে হার বাংলাদেশ ক্রিকেতের কফিনে ঠুকে দিল শেষ পেরেক। সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল এই বিপর্যয়ের কারণ। তিনি অবশ্য স্বীকার করলেন, দলের অনেক কিছুই বদলাতে হবে।

    ২০০৩ সালে কানাডার কাছে বিশ্বকাপে হেরে গিয়েছিল বাংলাদেশ। এতোদিন পর্যন্ত বিশ্বকাপে সেটাই বাংলাদেশের সবচেয়ে বাজে হার হিসেবে দেখা হচ্ছিল। আর সেই বিশ্বকাপটা মনে করা হচ্ছিল বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ হিসেবে। এবারের বিশ্বকাপটা সবকিছু ছাড়িয়ে গেল কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব দ্বিমত করলেন না, ‘হ্যাঁ, বলতে পারেন (এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ)। আমি দ্বিমত করব না।’

    কিন্তু এমন বিপর্যয় কেন? বিশ্বকাপের আগে সাকিব বলেছিলেন, বাংলাদেশ দলের আগের বিশ্বকাপগুলোর পারফরম্যান্স নিয়েও তিনি সন্তুষ্ট নন। এবার তো কাহদের তলানিতেই তালা? তাহলে বাংলাদেশ কি আদৌ বিশ্বকাপে সেমিফাইনাল যাওয়ার মতো কিছু করতে পারবে? এই প্রশ্নের উত্তরও নেই সাকিবের কাছে, ‘এটা তো বলা মুশকিল। আপনি ভুল মানুষকে হয়তো প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি আমি বলি, অনেক কিছু পরিবর্তন করলে হয়তো বদলাবে। কিন্তু এখন আসলে এগুলো বলার সময় নয়। এটা অবশ্যই হতাশার। আমাদের মানুষেরা যেভাবে ক্রিকেট পছন্দ করে, সবাই যেভাবে ক্রিকেটে মনোযোগ দেয়, আমাদের এর থেকে ভালো করা উচিত ছিল।’

    সাকিব স্বীকার করলেন, মাঠে বাংলাদেশকে সমর্থন দিতে যারা এসেছিলেন, তাদের আরও ভালো কিছু প্রাপ্য। দলের এমন হারের জন্য তাদের দুয়ো দেওয়াও মেনে নিয়েছেন সাকিব। এমনকি বিশ্বকাপের আগে তামিম ইকবাল বিতর্ক দলের ওপর প্রভাব ফেলেছে কি না এই প্রশ্নেও সাকিবের উত্তর বিস্ময়কর, ‘হ্যাঁ, প্রভাব ফেলতেই পারে। কার মনের ভেতর কী আছে সেটা তো আমি বলতে পারব না। তাই প্রভাব পড়েনি অস্বীকার করব না।’