• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    ভারতের সেমি-ফাইনাল নিশ্চিত করার দিনে যেমন হল পয়েন্ট তালিকা

    ভারতের সেমি-ফাইনাল নিশ্চিত করার দিনে যেমন হল পয়েন্ট তালিকা    

    এশিয়া কাপের ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনল ভারত। ২০১১ বিশ্বকাপের ফাইনালে এই শ্রীলঙ্কার বিপক্ষে জিতেই এই মাঠে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল ভারত; আজ সেই মাঠে একই প্রতিপক্ষকে রীতিমত নাস্তানাবুদ করে ছাড়ল তারা।

    এশিয়া কাপের ফাইনালে তবুও প্রথমে ব্যাট করতে পেরেছিল শ্রীলঙ্কা। ওয়াঙ্খেড়ের রান-প্রসবা পিচে তো আজ সেই সুযোগ পায়ে ঠেলে দিয়ে খাল কেটে কুমির ডেকে এনেছে লঙ্কানরা নিজেরাই। বিশাল রানের পাহাড় টপকাতে গিয়ে মাত্র ৫৫ রানেই গুটিয়ে গেল তো বটেই; সেই সাথে বাংলাদেশের এতদিনের লজ্জাটা কিছুটা হলও লাঘব করল শ্রীলঙ্কা। বিশ্বকাপ ইতিহাসে টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জার রেকর্ড এখন শ্রীলঙ্কা। সেই লজ্জার মুখে পড়েও অবশ্য সাতেই আছে শ্রীলঙ্কা; বাংলাদেশের চেয়ে রান রেটেও এগিয়ে।

    আর অবধারিতভাবেই পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। সেমি-ফাইনাল নিশ্চিত করার দিনে রান রেটেও বিশাল লাফ দিলেও সেটা অবশ্য দক্ষিণ আফ্রিকার পিছেই এখনও।

    এক নজরে দেখে রাখুন পয়েন্ট তালিকা।