• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    যে কারণে বিশ্বকাপ শেষ সাকিবের

    যে কারণে বিশ্বকাপ শেষ সাকিবের    

    শ্রীলংকার সাথে ম্যাচটাই বিশ্বকাপে শেষ ম্যাচ হয়ে থেকেছে সাকিব আল হাসানের। ওই ম্যাচে বাঁ হাতের তর্জনীতে পাওয়া আঘাতের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে রোব বার শেষ ম্যাচে খেলতে পারবেন না সাকিব। বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাকিব দেশে ফিরে আসছেন আজই।

    শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে আঘাত পেয়েছিলেন বাংলাদেশ সাকিব। প্রাথমিকভাবে সাপোর্টিভ টেপ ও পেইনকিলার নিয়ে ব্যাট করেছেন, ৮২ রান করে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষেই জরুরি এক্সরে করা হয়। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন,  বাঁ হাতের তর্জনীর হাড়ে চির ধরেছে সাকিবের। এই চোটের জন্য তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার মানে এই মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও সম্ভবত খেলা হচ্ছে না তার।