• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    ইব্রাহিম জাদরানের ঐতিহাসিক সেঞ্চুরি, রশিদের ক্যামিওতে আফগানদের সংগ্রহ ২৯১

    ইব্রাহিম জাদরানের ঐতিহাসিক সেঞ্চুরি,  রশিদের ক্যামিওতে আফগানদের সংগ্রহ ২৯১    

    ২০২৩ বিশ্বকাপ, গ্রুপ পর্ব, অস্ট্রেলিয়া-আফগানিস্তান (টস-আফগানিস্তান/ব্যাটিং)
    আফগানিস্তান - ২৯১/৫, ৫০ ওভার (ইব্রাহিম ১২৯*, রশিদ ৩৫*, রহমত ৩০, হেজলউড ২/৩৯, ম্যাক্সওয়েল ১/৫৫, জাম্পা ১/৫৮)

     

    ওয়াঙ্খেড়ের রান প্রসবা পিচে টসে যেই জিতবে ব্যাটিং নিবে সেটাই অনুমান ছিল; আফগানিস্তান সেটাই করলে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান পেয়ে গিয়েছে তারা, ইব্রাহিম জাদরানের সুবাদে।

    ওপেনিং সঙ্গী রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে শুরু থেকেই ছন্দে ছিলেন এদিন ইব্রাহিম। আরও একবার ভালো শুরু করে গুরবাজ ডিপ ব্যাকওয়ার্ড স্কয়্যা লেগে ক্যাচ তুলে ২৫ বলে ২১ রানে ফিরলেও থামেননি ইব্রাহিম। আত্মবিশ্বাস যেন ঠিকরে পড়ছিল তার ব্যাট থেকে, যার ফলশ্রুতিতে ফিফটি পেয়ে যান ৬২ বলে। উইকেটে আসা রহমত শাহ যোগ্য সঙ্গ দিলে দল শতরান পেয়ে যায় ২০.২ ওভারে।  তবে গুরবাজের মত রহমতও উইকেটটা উপহার দিয়েই আসেন এক অর্থে; ম্যাক্সওয়েলকে তুলে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দিয়ে ৩০ রানে থামেন তিনি। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এদিন আরও একবার নিজেকে মেলে ধরার ইঙ্গিত দিলে মাঝে চেপে ধরে অজি বোলাররা। ৩৮-তম ওভারে দলের রান যখন ১৭০+ তখন মিচেল স্টার্ককে বেরিয়ে এসে খেলতে গেলে দারুণ ইয়র্কারে স্টাম্প খুইয়ে ২৬ রানে থামেন শহীদি।

    উইকেটে এসে আজমতউল্লাহ ওমরযাই কাভারের উপর দিয়ে স্টার্ককে যেই ছয় মারলেন তাতে ভয়ংকর হয়ে ওঠার আভাস দিলেও জাম্পার শিকার হয়ে ১৮ বলে ২২ রানে থামেন তিনি। তার আক্রমণে অবশ্য সেঞ্চুরির হাতছোঁয়া দূরত্বে চলে এসে আর পা ফস্কাননি ইব্রাহিম। হেজলউডের বল কাভারে সরাসরি ঠেলে দিয়ে সিঙ্গেল বের করতে গিয়ে রান আউট হতে পারতেন; তবে ওভারথ্রোতে আরও এক রান নিয়ে গড়ে ফেলেন ইতিহাস। ১৩১ বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি দিয়ে হয়ে যান বিশ্বকাপে প্রথম আফগান সেঞ্চুরিয়ান। পরে ১০ বলে ১২ রান করে হেজলউডের কাছে স্টাম্প খুইয়ে নবী থামলেও হেলমেট ছাড়াই খেলতে নেমে রশিদ দেখান কব্জির জোর। ১৮ রানে থাকার সময় স্টার্কের করা ৪৮-তম ওভারে ডিপ কাভারে স্টয়নিসের সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত প্রচেষ্টায় রশিদ থেমেছিলেন বলেই মনে হয়েছিল। তবে আরেকটি বিতর্কের জন্ম দিয়ে টিভি আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দিলে তান্ডব চালান রশিদ।  স্টার্কের করা শেষ ওভারে তো এক চার, দুই ছয়ে একাই নিলেন ১৬ রান! শেষ ৫ ওভারে ৬৪ রান তুলে রশিদ ১৮ বলে ৩৫* রান ও ইব্রাহিম ১৪৩ বলে ১২৯* রানে মাঠ ছাড়লে আফগানরা পেয়ে যায় লড়াইয়ের রসদ।