• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    অস্ট্রেলিয়ার সেমি নিশ্চিত, চতুর্থ স্থানের জন্য কী করতে হবে নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তানকে?

    অস্ট্রেলিয়ার সেমি নিশ্চিত, চতুর্থ স্থানের জন্য কী করতে হবে নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তানকে?    

    গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে হারলেও অন্তত তৃতীয় স্থানে থাকবে ১২ পয়েন্ট কুড়ানো অজিরা। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টও ১২। নিচের আর কোনো দলের জন্য ১২ পয়েন্টে পৌঁছানো সম্ভব না, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার জন্যও সম্ভব না ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা ভারতকে টপকানো। যার মানে, এই দুই দল টেবিলের দুই-তিনেই থাকছে। চাইলে ১৬ই নভেম্বর কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালের টিকিট এখনই কেটে রাখতে পারে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সমর্থকেরা। 

    টেবিলের চতুর্থ স্থানের জন্যই মূল লড়াই হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোয়। নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান; এই তিন দলেরই চারে শেষ করার সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক শেষ ম্যাচে তাদের হিসাবটা কেমন হবে- 

    নিউজিল্যান্ড

    ৮ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ০.৩৯৮

    টানা চার ম্যাচে হারলেও এখনো চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। চতুর্থ স্থান ধরে রাখার জন্য নিউজিল্যান্ডের সামনে সবচেয়ে ভালো উপায় হচ্ছে, নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকাকে হারানো, পাকিস্তানের ইংল্যান্ডের কাছে হার ও আফগানিস্তানের দক্ষিণ আফ্রিকার কাছে। তবে পাকিস্তান, আফগানিস্তান নিজেদের ম্যাচে জিতলেও চারে থাকতে পারে কিউইরা। তাদের নেট রানরেট বাকি দুই দলের চেয়ে বেশি। শ্রীলংকার বিপক্ষে ১ রানে জিতলেও নিউজিল্যান্ডের রেন রানরেটকে অতিক্রম করতে ইংল্যান্ডকে অন্তত ১৩০ রানে (৩০০ রানের লক্ষ্যে) হারাতে হবে পাকিস্তানকে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের বিশাল ব্যবধানে (অন্তত ২৫০ রানে) জিততে হবে। 

    শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলেও সুযোগ থাকবে নিউজিল্যান্ডের, সেক্ষেত্রে পাকিস্তান ও আফগানিস্তান যেন আর জিততে না পারে সেটা চাইতে হবে।

    পাকিস্তান 

    ৮ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ০.০৩৬

    সেমিতে যেতে হলে শেষ ম্যাচে ইংল্যান্ডকে শুধু হারালেই চলবে না, নিউজিল্যান্ড তাদের ম্যাচে জিতলে পাকিস্তানের জয়ের ব্যবধান হতে হবে বেশ বড়। শ্রীলংকাকে নিউজিল্যান্ড ১ রানে হারালেও পাকিস্তানকে ১৩০ রানে জিততে হবে কিউইদের নেট রানরেট অতিক্রম করতে। আফগানিস্তানের চেয়ে পাকিস্তানের নেট রানরেট এমনিতেই বেশি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা বেশি বড় ব্যবধানে না জিতলে চিন্তায় পড়বে না বাবর আজমরা। তাদের জন্য একটা সুবিধা, যেহেতু তাদের শেষ ম্যাচ নিউজিল্যান্ড ও আফগানিস্তানের নিজ নিজ ম্যাচের পর, তাই তারা তাদের সমীকরণ জেনেই মাঠে নামতে পারবে। নিউজিল্যান্ড, আফগানিস্তান তাদের ম্যাচে হেরে ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো ব্যবধানের জয় পাকিস্তানকে সেমির টিকিট এনে দিবে। 

    আফগানিস্তান 

    ৮ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট -০.৩৩৮

    তিন দলের মধ্যে আফগানদের সমীকরণই সবচেয়ে কঠিন। বাকি দুই দলের চেয়ে তাদের নেট রানরেট কম, তাদের ম্যাচও দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিউজিল্যান্ড, পাকিস্তান তাদের ম্যাচে হারলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ই যথেষ্ট হবে আফগানদের জন্য। কিন্তু পাকিস্তান তাদের ম্যাচে ১ রানে জিতলেও আফগানদের অন্তত ১৩৩ রানে বা ২৫ ওভারের মধ্যে জিততে হবে প্রোটিয়াদের বিপক্ষে। নিউজিল্যান্ড জিতলে তাদের নেট রানরেটকে অতিক্রম করা বাস্তবিকভাবে অসম্ভব হয়ে দাঁড়াবে আফগানিস্তানের জন্য।