• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    গ্রুপ পর্বের শেষদিকে ব্যাটে-বলে কারা এগিয়ে?

    গ্রুপ পর্বের শেষদিকে ব্যাটে-বলে কারা এগিয়ে?    

    দেখতে দেখতে শেষদিকে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব। নির্ধারিত হয়ে গেছে তিন সেমিফাইনালিস্টও। অপেক্ষা আর একটি দলের। টুর্নামেন্টজুড়েই দেখা গেছে ব্যাটে-বলে কিছু অনবদ্য পারফর্ম্যান্স। দুর্দান্ত সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি কিংবা আগুনে স্পেলে ক্রিকেটাররা মাতিয়ে রেখেছেন এবারের বিশ্বকাপ। ব্যাট হাতে সবার চেয়ে এগিয়ে কুইন্টন ডি কক, তার চেয়ে মাত্র ৭ রান কম বিরাট কোহলির। রাচিন রবীন্দ্র, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মারাও আছেন সেরা পাঁচের দৌড়ে।

     

    টুর্নামেন্টে প্রথম চার ম্যাচে সাইডবেঞ্চে বসে থাকা মোহাম্মদ শামি সুযোগ পেয়েই তোপ দাগিয়েছেন বল হাতে। জ্যাম্পা প্রতি ম্যাচেই উইকেট নিয়েছেন, ইয়ানসেন, আফ্রিদিরাও আছেন কাছাকাছি। তবে সবাইকে ছাপিয়ে শীর্ষে শ্রীলংকার দিলশান মাদুশংকা।