• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    প্রত্যাশিত ওপেনিং জুটি, হৃদয়ের লড়াইয়ে আসরে প্রথমবার ৩০০ পেরিয়ে বাংলাদেশ

    প্রত্যাশিত ওপেনিং জুটি, হৃদয়ের লড়াইয়ে আসরে প্রথমবার ৩০০ পেরিয়ে বাংলাদেশ    

    আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩, গ্রুপ পর্ব (টস-অস্ট্রেলিয়া/বোলিং) 

    বাংলাদেশ ৩০৬/৮, ৫০ ওভার (হৃদয় ৭৪, শান্ত ৪৫, জ্যাম্পা ২/৩২) 


    পুরো টুর্নামেন্টে বাংলাদেশের দুই ওপেনারের কাছ থেকে যেমন শুরুটা চেয়েছিল বাংলাদেশ, তেমন একটা জুটি দেখা গেল আজ। এর আগে কেবল ভারতের বিপক্ষে বড় জুটি গড়েছিলেন লিটন দাস-তানজিদ তামিম। তাদের গড়ে দেয়া ভিতে দাঁড়িয়ে বড় সংগ্রহের সম্ভাবনাও জেগেছিল। ৩২ ওভারে পেরিয়েছিল ২০০ রানের ঘর। কিন্তু দুই রান আউটে ছন্দ পতনের পর সু্যোগ থাকার পরেও ইনিংস বড় করতে পারেননি কেউই। তাওহিদ হৃদয়ের ফিফটির সাথে শান্ত-রিয়াদের ত্রিশোর্ধ্ব ইনিংসে  প্রথমবার আসরে ৩০০ পেরিয়েছে বাংলাদেশ। 

    টস হেরে ব্যাট করতে নেমে লিটন-তানজিদ ওপেনিং জুটিতে তোলেন ৭৬ রান। তানজিদ অ্যাবটের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন ৩৬ রানে। অধিনায়ক শান্তর সাথে ছোট জুটির পর ৩৬ রানে ফেরেন লিটনও। আজ চারে নেমেছিলেন হৃদয়। দুই ওপেনারের বিদায়ের পর সাবলীল ব্যাটিংয়ে ৬৪ রানের জুটিতে এগিয়ে নিচ্ছিলেন দলকে। ফিফটির দ্বারপ্রান্তে থাকা শান্ত দুই রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়লে ছন্দপতন হয় বাংলাদেশের। 

    মাহমুদউল্লাহ এসে তিন ছক্কা এক চারে পাল্টা আক্রমণ করেছিলেন অজিদের ওপর। হৃদয়ের কলে সাড়া দিয়ে রান আউটে থামতে হয়েছে তাকেও। দুর্দান্ত থ্রোতে রিয়াদকে ফিরিয়েছেন মার্নাস লাবুশেন। মুশফিক এসে উইকেটে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। জ্যাম্পার বলে ২১ রানে সফট ক্যাচ দিয়ে আউট হয়েছেন। 

    হৃদয় আজ ব্যাট করেছেন ইনিংসের ৪৭-তম ওভার পর্যন্ত। মার্কাস স্টয়নিসের ফুলটস সীমানাছাড়া করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেয়ার আগে খেলেছেন ৭৪ রানের ইনিংস। বিশ্বকাপে এটি তার প্রথম ফিফটি। তার এক পাশ আগলে রাখা ব্যাটিংয়ের সাথে শেষদিকে মিরাজের ২৯ রানের ইনিংসে ৩০০ পেরিয়েছে বাংলাদেশ।,