• আইসিসি বিশ্বকাপ ২০২৩
  • " />

     

    সেমির মহারণে টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

    সেমির মহারণে টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা    

    এই সেমিতে টসে জেতাটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। প্রথমে ব্যাটিং করে একের পর এক রানবন্যা উপহার দেওয়া প্রোটিয়ারা এই ম্যাচেও টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে দুবার (১৯৯৯ ও ২০০৭) সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। দুবারই হেরেছে। এছাড়া এমনিতেও বিশ্বকাপে কখনো সেমি পেরোয়নি প্রোটিয়ারা, হেরেছে পূর্বের চার সেমিফাইনালেই। 

    বৃষ্টিবিঘ্নিত ইডেন গার্ডেনে একাদশে দুটি পরিবর্তন এনেছে আফ্রিকা। শামসি ও ফেহলুকওয়ায়োর জায়গায় এসেছেন এনগিদি ও ইয়ানসেন। অস্ট্রেলিয়াও দুটি পরিবর্তন এনেছে। স্টয়নিস ও অ্যাবটের জায়গায় এসেছেন ম্যাক্সওয়েল ও স্টার্ক।