• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    ইউরো ২০২৪: কারা জায়গা পেল, কারা খেলবে প্লে-অফ?

    ইউরো ২০২৪: কারা জায়গা পেল, কারা খেলবে প্লে-অফ?    

    আগামী বছর মার্চে জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উয়েফা ইউরোর ১৭তম আসর। এবারের আন্তর্জাতিক বিরতিতে ইউরো বাছাইপর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি ইউরোতে জায়গা নিশ্চিত করেছে। অর্থাৎ, বাছাইপর্বের মোট ১০ গ্রুপ থেকে ২০ দল নিশ্চিত করেছে ইউরোর টিকিট। সাথে আছে স্বাগতিক দেশ জার্মানি।

    ইউরো নিশ্চিত করা ২১ দল  

    জার্মানি আলবেনিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, রোমানিয়া, স্কটল্যান্ড, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইজারল্যান্ড, তুরস্ক। 

    তবে ইউরোতে খেলবে মোট ২৪ দল। বাকি ৩ স্পটের জন্য হবে প্লে-অফ রাউন্ড। এই রাউন্ডে খেলবে ১২ দল, যাদেরকে নির্বাচন করা হয়েছে তাদের ন্যাশন্স লিগের পারফরম্যান্সের ভিত্তিতে।

    প্লে-অফ রাউন্ডের ১২ দল 

    বসনিয়া, পোল্যান্ড, ওয়েলস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ইউক্রেন, জর্জিয়া, গ্রিস, আইসল্যান্ড, কাজাখস্তান, লুক্সেমবর্গ, ইসরায়েল। 

    আগামী মার্চে অনুষ্ঠিত হবে প্লে-অফ রাউন্ড। সেখান থেকে বাছাই হওয়া ৩ দলকে রেখে ইতোমধ্যে সাজানো হয়েছে ইউরোর পট। যার ভিত্তিতে আজ ইউরো গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। 

    কোন পটে কারা? 

    পট ১: জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ইংল্যান্ড 

    পট ২: হাঙ্গেরি, তুরস্ক, রোমানিয়া, ডেনমার্ক, আলবেনিয়া, অস্ট্রিয়া

    পট ৩ঃ নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র 

    পট ৪ঃ ইতালি, সার্বিয়া, সুইজারল্যান্ড, প্লে অফ ১ জয়ী, প্লে অফ ২ জয়ী, প্লে অফ ৩ জয়ী