• ইউরো বাছাইপর্ব
  • " />

     

    ইউরো প্লে-অফ ড্র: কার সঙ্গে কে মুখোমুখি হচ্ছে?

    ইউরো প্লে-অফ ড্র: কার সঙ্গে কে মুখোমুখি হচ্ছে?    

    ২০২৪ ইউরোর জন্য ইতোমধ্যে কোয়ালিফাই করেছে ২১ দল। ২৪ দলের টুর্নামেন্টে বাকি ৩ দলের জন্য অনুষ্ঠিত হবে প্লে-অফ রাউন্ড। এই রাউন্ডে থাকবে ১২ দল। যাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রতি ভাগে চার দল। চার দলের প্রতিটি গ্রুপে দুটি সেমিফাইনাল ও পরে ফাইনাল অনুষ্ঠিত হবে। তিন গ্রুপ থেকে ফাইনালে জয়ী তিন দল জায়গা পাবে ইউরোতে। 

    আজ বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে প্লে-অফের ড্র। ড্রয়ের পর নির্ধারিত গ্রুপসমূহ ও তাদের সেমিফাইনাল লাইনাপ- 

    গ্রপ এ 

    ওয়েলস-ফিনল্যান্ড 

    পোল্যান্ড-এস্তোনিয়া

    গ্রুপ বি 

    বসনিয়া-ইউক্রেন 

    ইসরায়েল-আইসল্যান্ড 

    গ্রুপ সি 

    জর্জিয়া-লুক্সেমবার্গ 

    গ্রিস-কাজাখাস্তান  

    আগামী ২১শে মার্চ প্লে-অফের সেমি ও ২৬শে মার্চ প্লে-অফ ফাইনাল অনুষ্ঠিত হবে।