• " />

     

    চার বছর খেলার পর অভিযুক্ত এরাঙ্গা

    চার বছর খেলার পর অভিযুক্ত এরাঙ্গা    

     সেই ২০১১ সালে অভিষেক হয়েছিল। এর পর খেলে ফেলেছেন ১৮টি টেস্ট। সবশুদ্ধ ম্যাচ খেলেছেন ৩৮টি। কিন্তু এখন সন্দেহজন বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন শ্রীলঙ্কার ২৯ বছর বয়সী পেসার শামিন্দা এরাঙ্গা।

    সিরিজের প্রথম দুই টেস্ট হেরে এমনিতেই কোণঠাসা শ্রীলঙ্কা। চোটের জন্য ছিটকে গেছেন দুই পেসার ধাম্মিকা প্রসাদ ও দুষমন্ত চামিরা। এরাঙ্গার অ্যাকশনের খবর বড় একটা ধাক্কা হয়েই এলো। চেস্টার-লি-স্ট্রিটে দ্বিতীয় টেস্টের পরেই আম্পায়াররা তাঁদের সন্দেহের কথা জানিয়েছেন।

    আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে অ্যাকশনের জন্য পরীক্ষা দিতে হবে এরাঙ্গাকে। অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে সেটি শুধরে না আসা পর্যন্ত খেলতে পারবেন না।

    সময়টা অবশ্য এমনিতেই ভালো যাচ্ছিল না এরাঙ্গার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০০ রান দিয়ে পেয়েছিলেন ১ উইকেট। পুরো সিরিজে উইকেট ওই একটিই।