টেস্টে এক নম্বর অ্যান্ডারসন
দুই টেস্টে ১৮ উইকেট। শ্রীলঙ্কাকে বলতে গেলে একাই ধ্বসিয়ে দিয়েছেন। চেস্টার-লি-স্ট্রিটে হয়েছেন ম্যাচসেরা। এবার পেলেন আরও বড় 'পুরস্কার'। আইসিসির টেস্ট বোলারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন জিমি অ্যান্ডারসন। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের পর আপডেট করা হয়েছে আইসিসি র্যাংকিংয়ের।
জিমি টপকে গেছেন তাঁরই সতীর্থ স্টুয়ার্ট ব্রডকে। এর আগের র্যাঙ্কিংয়ে তিনে ছিলেন অ্যান্ডারসন, দুইয়ে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। ব্রড দুই ধাপ নেমে গেছেন, আশ্বিন আছেন দুইয়েই।
টেস্টে শীর্ষ ব্যাটসম্যান অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। বাংলাদেশীদের মধ্যে সবার ওপরে আছেন মুমিনুল হক, ২৩ নম্বরে। আর বোলিংয়ে বাংলাদেশীদের মধ্যে এগিয়ে সাকিব আল হাসান, ১৬ নম্বরে।
অলরাউন্ডার র্যাংকিংয়ে দুইয়ে সাকিব, শীর্ষে আছেন আশ্বিন। চেস্টার-লি-স্ট্রিটের পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মঈন আলী, অলরাউন্ডার র্যাংকিংয়ে তিনি উঠেছেন ছয় নম্বরে।