ক্ষণস্থায়ী সকাল শেষে বাংলাদেশের বড় পরাজয়
১ম টেস্ট, অ্যান্টিগা (টস - বাংলাদেশ/বোলিং)
ওয়েস্ট ইন্ডিজ - ৪৫০/৯ ডি. ও ১৫২ (অ্যাথানেজ ৪২, ব্র্যাথওয়েট ২৩, জশুয়া ২২, তাসকিন ৬/৬৪, মিরাজ ২/৩১, তাইজুল ১/২৫)
বাংলাদেশ - ২৬৯/৯ ডি. ও ১৩২/৯ (মিরাজ ৪৫, অনিক ৩১, লিটন ২২, রোচ ৩/২০, সিলস ৩/৪৫, আলজারি ২/৩২)
ফলাফল - ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয়ী
পরাজয় চোখ রাঙাচ্ছিল গতকাল থেকেই। জাকের আলী অনিক ও হাসান মাহমুদ গত বিকেলে সেই শঙ্কা মাথায় নিয়েই খেলা শেষ করেছিলেন। আজ সেই শঙ্কা সত্যি হতে সময় লাগলো মোটে সাত ওভার। বাংলাদেশের সফর তাই শুরু হলো বড় পরাজয়ে।
রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে হাসান ফেরেন আলজারির শিকার হয়ে। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে তাই রান তুলতে অফ স্টাম্পের ওপর সরে এসে খেলতে শুরু করেন অনিক। সেটা আঁচ করেই মিড স্টাম্প বরাবর বল করে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আলজারি। ৫৮ বলে ৩১ রানের সেই প্রচেষ্টার অবসান ঘটলে ওই ওভারের শেষে বলে কাঁধে আঘাত পান শরিফুল। উইন্ডিজ পেসারদের আর মোকাবেলা করে ঝুঁকি নিতে না চাওয়ায় সেখানেই আত্মসমর্পণ করে বাংলাদেশ, বরণ করে নেয় ২০১ রানের বিশাল পরাজয়।