• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২৪
  • " />

     

    ভেজা আউটফিল্ড আর আলোকস্বল্পতার মাঝে সাদমানের ফিফটি

    ভেজা আউটফিল্ড আর আলোকস্বল্পতার মাঝে সাদমানের ফিফটি    

    ২য় টেস্ট, কিংস্টন (টস - বাংলাদেশ/ ব্যাটিং)
    বাংলাদেশ - ৬৯/২, ৩০ ওভার (সাদমান ৫০*, দীপু  ১২*, রোচ ২/২০)
    ১ম দিন, স্টাম্পস


     

    জ্যামাইকায় অলস এক দিন কাটল সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির কারণে। দিন ভর আলো থাকলেও খেলা হল মোটে ত্রিশ ওভার। তাতেই দুই উইকেট হারালেও দলে ফেরা সাদমানের ফিফটিতে আশা দেখছে বাংলাদেশ।

    দুই সেশন ভেজা আউটফিল্ডের কারণে খোয়া গেলে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে পুরনো শত্রু রোচ আরও একবার জুজু রূপে আবির্ভূত হলেন বাংলাদেশের জন্য। ১০ রানের মধ্যেই বাংলাদেশ খুইয়ে বসে দুই উইকেট! দুটোই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। কিছুটা বেরিয়ে যাওয়া গুড লেংথের বলে ব্যাট লাগিয়ে জয় ফেরেন ৩ রানে। উইকেটে এসে রানের খাতা খোলার আগেই রোচের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মুমিনুল।

    বল হাতে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা দুর্দান্ত হলেও ফিল্ডিংয়ে সময় গড়ানোর সাথে সাথে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে তারা। সাদমান সুযোগ পেয়েছে দুবার, দীপু পেয়েছেন একবার। উইন্ডিজ পেসারদের নিরলস স্পেল সত্ত্বেও ফিল্ডিংয়ের দুরাবস্থায় আর উইকেট তুলতে পারেনি স্বাগতিকরা। সুযোগ পেয়ে একাদশে ফিরেই ফিফটি পেয়েছেন সাদমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ফিফটি নিয়ে দিন শেষ করেছেন এই বাঁহাতি ওপেনার।