• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২৪
  • " />

     

    জামাইকায় সেই পুরনো ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

    জামাইকায় সেই পুরনো ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ    

    ২য় টেস্ট, কিংস্টন (টস - বাংলাদেশ/ ব্যাটিং)
    বাংলাদেশ - ১৬৪, ১ম ইনিংস (সাদমান ৬৪, মিরাজ ৩৬, দীপু  ২২*, সিলস ৪/৫, শামার ৩/৪৯ রোচ ২/৪৫)
    ওয়েস্ট ইন্ডিজ - ৭০/১, ১ম ইনিংস (ব্র্যাথওয়েট ৩৩*, কার্টি ১৯, রানা ১/২৮)
    ওয়েস্ট ইন্ডিজ ৯৪ রানে পিছিয়ে
    ২য় দিন, স্টাম্পস

    জামাইকায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে দ্বিতীয় দিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকরা রয়েসয়ে শুরু করলেও দিন শেষের আগে এক উইকেট হারানোয় ম্যাচে এগিয়েই রয়েছে বলা চলে।

    সকালটা শুরুই হয়েছিল পেসারদের আগুনে বোলিংয়ে। তাতে ধরা দিয়ে দীপু ফিরে গিয়েছেন ২২ রানে। টানা একই লাইনে বল করে যাওয়ার পর বোলিংয়ে পরিবর্তন আনা হলে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে দীপুর স্টাম্প উপড়ে ফেলেন শামার।