• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২৪
  • " />

     

    শান্ত, মুশফিক, সাকিব, হৃদয়দের ছাড়া দল ঘোষণা বাংলাদেশের

    শান্ত, মুশফিক, সাকিব, হৃদয়দের ছাড়া দল ঘোষণা বাংলাদেশের    

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের জন্য বাংলাদেশের ওয়ানদে স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের জন্য নেই মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়ও। অন্যদিকে এই সিরিজের জন্যও নেই সাকিব আল হাসান। 

    কুঁচকির চোট টেস্ট সিরিজের পর ছিটকে দিয়েছে শান্তকে ওয়ানডে থেকেও। মুশফিকও টেস্ট সিরিজের পর নেই ওয়ানদেতে। আফগানিস্তানের বিপক্ষে খেললেও এই সিরিজে চোটের জন্য ছিটকে গেছেন তাওহীদ হৃদয়। তার বদলে এক বছর বাদে দলে ফিরেছেন আফিফ হোসেন। অন্যদিকে শান্ত না থাকায় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিরাজ।