• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২৪
  • " />

     

    টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ের দুইয়ে মিরাজ

    টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ের দুইয়ে মিরাজ    

    উইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ পারফরম্যান্সের ফলটাও পেলেন তিনি। আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন মিরাজ। যা তার ক্যারিয়ারসেরা অবস্থান।

    বুধবার (১১ ডিসেম্বর) সর্বশেষ আপডেটকৃত র‍্যাংকিং প্রকাশ করে আইসিসি। যেখানে দেখা যায়, ২৮৪ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন মিরাজ। দুই ধাপ এগিয়েছেন তিনি।

    মিরাজের আগে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। রেটিং পয়েন্টের দিক থেকে বেশ এগিয়ে তিনি (৪১৫)। ফলে আপাতত র‍্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর ভয় নেই জাদেজার। তবে ২৮৩ রেটিং পয়েন্ট নিয়ে মিরাজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রবিচন্দ্রন অশ্বিন।