• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২৪
  • " />

     

    জেনে নিন কততম হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ

    জেনে নিন কততম হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ    

    একসময় ওয়ানডে সিরিজ খেলতে নামলে হোয়াইটওয়াশ থেকে বাঁচাই ছিল বাংলাদেশের মূল লক্ষ্য। তবে দিন বদলেছে। শেষ কয়েক বছর ধরে বাংলাদেশ নামে সিরিজ জয়ের লক্ষ্যে। এমনকি গত এক দশকে বেশ কয়েকবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কৃতিত্বও দেখিয়েছে দল। তবে এবার ফের হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ।

    চার বছর আগে শেষবার দ্বিপাক্ষিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোতেই হেরেছিল বাংলাদেশ। ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছিল দল। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

    দীর্ঘদিন পর আবারও হোয়াইটওয়াশ হওয়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। সেটাও ওয়েস্ট ইন্ডিজের কাছে। যাদের সঙ্গে এই সিরিজের আগে টানা ১১টি ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। এমনকি করেছিল হোয়াইটওয়াশও। ফলে নিজেরা হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে আজ জিততেই হবে মেহেদী মিরাজের দলকে। 

    টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর (কমপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে) এখন পর্যন্ত ৩১বার হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর মাঝে সর্বোচ্চ ৭বার নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে দল। এছাড়া শ্রীলংকা ৫, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ৪, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ৩, জিম্বাবুয়ে ও ইংল্যান্ড ২ এবং ভারত একবার করে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে।