• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২৪
  • " />

     

    অভিষিক্ত আমিরের সেঞ্চুরিতে ধবলধোলাই বাংলাদেশ

    অভিষিক্ত আমিরের সেঞ্চুরিতে ধবলধোলাই বাংলাদেশ    

    ৩য় ওয়ানডে, ওয়ার্নার পার্ক (টস - ওয়েস্ট ইন্ডিজ/বোলিং)
    বাংলাদেশ - ৩২১/৫, ৫০ ওভার (মাহমুদউল্লাহ ৮৪*, মিরাজ ৭৭, সৌম্য ৭৩, আলজারি ২/৪৩, রাদারফোর্ড ১/৩৭, মোতি ১/৬৪)
    ওয়েস্ট ইন্ডিজ - ৩২৫/৬, ৪৫.৫ ওভার (জ্যাঙ্গু ১০৪*, কার্টি ৯৫, মোতি ৪৪*, রিশাদ ২/৬৯, তাসকিন ১/৪৯, হাসান ১/৫২)
    ফলাফল - ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী


     

     

    ব্যাটিংয়ে আজ ফর্মে ফিরে ওয়েস্ট ইন্ডিজের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। যেই ওয়ার্নার পার্কে আগে তিনশো পেরুলেই জয় নিশ্চিত ছিল সেই মাঠেই প্রথম পাওয়ারপ্লেতেই তিন উইকেট তুলে নিয়ে সেই জয়ের ভেলায় ভাসার প্রস্তুতিই নিচ্ছিল বাংলাদেশ। তবে সেই ভেলা ডুবিয়ে দিলেন অভিষিক্ত আমির জ্যাঙ্গু। কিয়েসি কার্টি সেঞ্চুরি বঞ্চিত হলেও অভিষেকে দুর্দান্ত এক সেঞ্চুরি করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন এই বাঁহাতি ব্যাটার। সেই সাথে বাংলাদেশকে ডোবালেন ধবলধোলাইয়ের গ্লানিতে।