চাপে পড়লো অস্ট্রেলিয়া
গ্লেন ম্যাক্সওয়েল ফিরেছিলেন, ফিরেছিলেন মিচেল স্টার্কও। সেই স্টার্কের হাতেই প্রথম ওভারে বল তুলে দিয়েছিলেন স্টিভেন স্মিথ। টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে পাঠিয়েছিলেন ব্যাটিংয়ে। প্রথম বলটা অফস্ট্যাম্পের বাইরে দিয়ে বাউন্সার, ডি ককের নাগালের বাইরে। পরের বলে চার। প্রথম ওভারে উঠলো ৮ রান। খেলা শেষ!
বার্বাডোজের কেনসিংটন ওভালে খেলা হলো যে মোটে ওই এক ওভারই! স্টার্কের ওভারের পরই নেমেছিল বৃষ্টি, বৃষ্টি থামলেও পিচ খেলার উপযুক্ত ছিল না। ম্যাচ তাই পরিত্যক্ত করা হয়েছে। দুদলকে তাই সন্তুষ্ট থাকতে হয়েছে ২ পয়েন্ট করে নিয়ে।
এ ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকার ফাইনাল নিশ্চিত হয়ে যেত। তা হয়নি। চাপে পড়েছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাঁদের শেষ ম্যাচটা তাই জিততেই হবে এখন, ফাইনাল খেলার জন্য। বার্বাডোজেই সেই ম্যাচটি ২১ জুন।