• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর মেসির?

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর মেসির?    

    আরো একবার ফাইনালে স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার। বিশ্বকাপের পর টানা দুই কোপা আমেরিকাও আক্ষেপ ঘুচাতে পারলো না আর্জেন্টিনার ২৩ বছরের শিরোপাখরার। আর এই হতাশা থেকেই কিনা অবসরের কথা চিন্তা করছেন মেসি। 

    কিন্তু মেসি এখনো ক্যারিয়ারের মধ্যগগনে, বয়সও মাত্র ২৯। সম্ভবত হতাশা থেকেই সাংবাদিকদের কথাগুলো বললেন আর্জেন্টাইন অধিনায়ক, 'আন্তর্জাতিক ফুটবল হয়ত আমার জন্যে না। সাধ্যমত সবকিছুই করেছি আমি, কিন্তু চ্যাম্পিয়ন হতে না পারাটা খুবই বেদনাদায়ক।' কিছুদিন আগে অবশ্য আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের উপরও বিষেদাগার উগড়ে দিয়েছিলেন তিনি। 

    আচমকা এই সংবাদ আর্জেন্টাইন সতীর্থদের কাছেও এসেছে বিনা মেঘে বজ্রপাতের মত। সার্জিও রোমেরো জানাচ্ছেন, 'ভালো এক সুযোগ আবারও হাতছাড়া হওয়ায় কথাগুলো বলেছে লিও। এখনই সে এই সিদ্ধান্ত নেয়ার কথা না। মেসিকে ছাড়া আর্জেন্টাইন দল চিন্তাও করা যায়না।'' সার্জিও আগুয়েরো অবশ্য জানাচ্ছেন, মেসিকে কখনো ড্রেসিংরুমে এতো বিধ্বস্ত দেখেননি তিনি। 
     

    ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অভিষিক্ত মেসি এখন পর্যন্ত খেলেছেন ১১২টি আন্তর্জাতিক ম্যাচ। সম্প্রতি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন। অলিম্পিকে স্বর্ণপদক জিতলেও হেরেছেন চারটি বড় টুর্নামেন্টের ফাইনালে। বার্সেলোনার হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগ আর ৮টি লা লিগা শিরোপা রয়েছে মেসির। 

    আশা করা হচ্ছে, ক্ষোভ-হতাশা থেকেই কথাগুলো বলেছেন লিওনেল মেসি। আকাশী-সাদা জার্সি গায়ে আরো কিছুদিন ক্ষুদে যাদুকরের চমক দেখতে চাইবেন ফুটপবলপ্রেমীরা।