• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    বেতন ছাড়াই কাজ করবেন ম্যারাডোনা!

    বেতন ছাড়াই কাজ করবেন ম্যারাডোনা!    

    ২০০৮ সালে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন। দুই বছর পর বিশ্বকাপেও ছিলেন ডাগআউটে। কিন্তু জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার বেদনা নিয়ে বিদায় নিতে হয়েছিল। এর পর সেভাবে আর ডাগআউটে দাঁড়ানো হয়নি কিন্তু ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু আবার সেই দায়িত্ব ফিরে পেতে চান। দরকার হলে কোনো টাকা ছাড়াই কাজ করতে রাজি আছেন!

    কোপা আমেরিকার ফাইনালে হারের পরেই সরে দাঁড়িয়েছিলেন জেরার্ডো মার্টিনো। সেটি অবশ্য দলের ব্যর্থতার জন্য নয়, বরং আর্জেন্টাইন ফেডারেশনের সঙ্গে মতবিরোধের কারণে। বেশ কয়েক মাস ঠিকঠাক বেতন পাননি বলে অভিযোগ করেছেন মার্টিনো।

    এই মুহূর্তে আর্জেন্টিনা কোচের জায়গাটা খালিই আছে। অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনেও আপাতত আসছেন না। মার্সেলো বিয়েলসার নাম অবশ্য বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। ম্যারাডোনা এখন দলের দায়িত্ব নিতে চান, “সিমিওনে আর্থিক কারণে দলের দায়িত্ব নিতে চাচ্ছেন না। কিন্তু টাকা আমার কাছে কোনো ব্যাপার নয়। আমি কোনো বেতন ছাড়াই জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি আছই।”

     

    এই সময়ের কোচেরা যে কাড়ি কাড়ি টাকা পান, সেটাও ম্যারাডোনা মনে করিয়ে দিলেন, “অনেকেই বলে আমি নাকি অনেক বেশি বেতন নিই। কিন্তু তাহলে মরিনহোকে কী বলবেন? বা আনচেলত্তি বা সিমিওনেকে? আমি জানি না এই কোচদের তুলনায় আমি কতটা দামি।” কিন্তু এতোদিন পর আবার কোচ হিসেবে কাজ করার ইচ্ছা কেন হলো? ম্যারাডোনার সোজাসাপটা কথা, “আমি কোচিংকে খুবই মিস করি। খেলোয়াড়দের সঙ্গে কাজ করা, সাংবাদিকদের সঙ্গে ঝগড়াটাও আআর খুব করে মনে পড়ে।”

    কিন্তু ফেডারেশন কি আবার ম্যারাডোনাকে ফিরিয়ে আনবে?