• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    মেসিকে দলে ফেরাতে চান বাউজো

    মেসিকে দলে ফেরাতে চান বাউজো    

    কোপা আমেরিকার ফাইনালের পর লিওনেল মেসির অবসরের ঘোষণা যেন আর্জেন্টিনা সমর্থকদের কাছে বিনা মেঘে বজ্রপাত । অনেকেই মনে করেছিলেন, মেসির ওই সিদ্ধান্ত তাৎক্ষণিক আবেগের বশে নেওয়া। ম্যারাডোনা, মাসেচেরানোসহ অনেকেই মেসিকে আবার ফিরে আসার আহবান জানিয়েছেন। আর্জেন্টিনা দলের নতুন কোচ এডগার্দো  বাউজাও ঘোষণা দিলেন মেসিকে ফিরিয়ে আনার।

    অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই মেসি মুখে কুলুপ এঁটে আছেন। গত সপ্তাহেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আরমান্দো পেরেজ মেসিকে রাজি করাতে উড়ে গিয়েছেন স্পেনে। বাউজোও জানেন, সোনার ডিম পাড়া হাঁসটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, “আমি মেসির ব্যাপারে আশাবাদী।আশা করি আমাদের এই আলোচনা তাঁকে জাতীয় দলে ফেরত আনতে সাহায্য করবে।”

    কিন্তু বাউজো মেসিকে কি দলে ফেরানোর জন্যই উপরোধ করবেন? আর্জেন্টিনা কোচ সরাসরি সেটি স্বীকার করলেন না, “আসলে মেসিকে রাজি করানোর কিছু নেই, আমাদের কথাবার্তা হবে ফুটবল নিয়েই। আমরা দলের কৌশল নিয়ে কথা বলব।মাঠে তাঁর জায়গার ব্যাপারে আমার কোন মাথাব্যথাই নেই।”

    মেসির অবসরের পর মাসচেরানো, আগুয়েরো, হিগুয়েইন, ডি মারিয়াররাও চলে যেতে পারেন, এরকম একটা গুঞ্জন উঠেছিল। কিন্তু বাউজা এঁদের সবাইকে নিজের দলে চান। অনেক দিন  থেকেই দলে ব্রাত্য হয়ে থাকা কার্লোস তেভেজকেও শুনিয়েছেন আশার বাণী।

    আগামী মাসেই বাউজার সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ।রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে উরুগুয়ে এবং ভেনিজুয়েলার মুখোমুখি হবে তাঁর দল।এজন্য প্রাথমিক দল নির্বাচনের কাজও শুরু করে দিয়েছেন এই আর্জেন্টাইন।

    ৬  ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা।২ পয়েন্ট এগিয়ে থেকে তালিকার সবার ওপরে উরুগুয়ে । সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর।