• কোপা আমেরিকা ২০১৬
  • " />

     

    মেসির পথেই মাসচেরানো-আগুয়েরো?

    মেসির পথেই মাসচেরানো-আগুয়েরো?    

    টানা তিন বছরে তিনটি ফাইনাল খেলেও জাতীয় দলের হয়ে একটি শিরোপার আক্ষেপ ঘোচানো গেলো না, লিওনেল মেসির মানসিক অবস্থাটুকু বুঝতে বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। ম্যাচ শেষ হবার পরপরই তাই জানিয়ে দিলেন, জাতীয় দলের এই ‘অভিশাপ’ থেকে মুক্তি চান তিনি। আবেগের তাৎক্ষনিক প্রকাশেই হোক, মেসির পথেই হাঁটবার আভাস দিচ্ছেন হাভিয়ের মাসচেরানো, সার্জিও আগুয়েরোরাও। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, তালিকাটা হতে পারে আরও লম্বা!

     

     

    “আমার জন্য জাতীয় দলের অধ্যায় এখানেই শেষ। সাধ্যে যতোটুকু কুলিয়েছে, আমি করেছি। চ্যাম্পিয়ন হতে না পারাটা কষ্টের তো বটেই…”, মেসির এমন হাহাকার এখন দলের অনেকেরই, বলছেন আগুয়েরো, “অনেক খেলোয়াড়ই এখন ভেবে দেখছে জাতীয় দলে আর খেলবে কিনা।”

    আগুয়েরো আরও বলছেন, এমন বিধ্বস্ত লকার রুমে তিনি আর কখনও ছিলেন না। এমনকি গত বিশ্বকাপের ফাইনাল আর গত বছরের কোপা আমেরিকায় হারের পরও অবস্থা এতোটা খারাপ ছিল না।

    সেই হতাশার বহিঃপ্রকাশেই হয়তো আকাশী নীল জার্সিটা তুলে রাখার কথা ভাবছেন বর্তমান দলটির অন্যতম অভিজ্ঞ সদস্য হাভিয়ের মাসচেরানো। আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও মাসচেরানো-আগুয়েরোদের অবসর গ্রহণের ইচ্ছের কথা ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়েই জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আর্জেন্টাইন মিডিয়ার খবর অনুসারে, এ তালিকায় যোগ হতে পারেন ডি মারিয়া, ইজাকুয়েল লাভেজ্জি, গঞ্জালো হিগুয়েন আর লুকাস বিগলিয়াও।

    তবে আলবিসেলস্তেদের কোচ টাটা মার্টিনো মনে করেন না এভাবে ‘গণহারে’ অবসরে যাওয়ার মতো কিছু ঘটেছে, “তাঁদের খেলা চালিয়ে না যাওয়ার কোনো কারণই নেই। আমরা একটি কঠিন বিশ্বকাপ বাছাইয়ের মাঝপথে আছি। তাছাড়া ওঁরা সবাই ভালো খেলেছে। নিজেদেরকে এতোটা অপরাধী ভাবার কিছু নেই।”

    মার্টিনোর বিশ্বাস সময় হলেই সব ঠিক হয়ে যাবে, কষ্ট ভুলে তাঁর ছেলেরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে বাছাইপর্বের খেলায় মনোযোগ দেবে।