মেনোত্তির বিশ্বাস মেসি ফিরবেন
তাঁর হাত ধরেই প্রথম বিশ্বকাপ চিনেছিল আর্জেন্টিনা। ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নেপথ্য কারিগর ছিলেন লুইস সিজারে মেনোত্তি। আর্জেন্টাইন ফুটবলকে খুব কাছ থেকেই দেখেছেন অনেক দিন। সেই অভিজ্ঞতা থেকেই মেনোত্তি বলছেন, লিওনেল মেসি অবসর ভেঙে ফিরে আসবেন।
কোপা আমেরিকা ফাইনালে হারের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন মেসি। এর পর সেটা নিয়ে কম তোলপাড় হয়নি, অনেকেই বলছেন ওই সিদ্ধান্ত মুহুর্তের আবেগ থেকে নেওয়া, মেসি আবারও ফিরে আসবেন। কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টাইন তারকা একেবারেই মুখ খোলেননি। তবে মেনোত্তি আশা করছেন, মেসি খুব শিগগির তাঁর সিদ্ধান্ত বদলাবেন।
মেসি হুট করে সিদ্ধান্তটা নিয়েছেন, মেনোত্তি অবশ্য সেরকম মনে করেন না, "মেসি যা বলেছে সেটা নিয়ে কোনো ধারণা দেওয়া কঠিন। কখনো কখন জাতীয় দলের হয়ে খেলার তাড়না নষ্ট হয়ে যেতে পারে। সেটার এক হাজার কারণ আছে, সব কিছু তো আর বলে বোঝানো যায় না। সেটা ওর সঙ্গে কথা বলে বুঝতে হবে। আমার মনে হয় ও অনেক কিছুই দেখেছে, তারপর পরাজয়ের পরেই সিদ্ধান্ত নিয়েছে। তবে আমার বিশ্বাস ও আবার ফিরবে। "
মেসির মতো আর্জেন্টিনা ফুটবলও এখন সংকটে। ২০১৪ সালে হুলিও গ্রন্দোনার পর এখনো পাকাপাকিভাবে কোনো সভাপতি পায়নি আর্জেন্টাইন ফেডারেশন। মেনোত্তি মেসির অবসরের কারণ হিসেবে এই অস্থিতিশীলতাকেও দায়ী করেছেন, "এরকম বিশৃঙ্খল অবস্থা আমি আগে দেখেছি বলে মনে করতে পারছি না। যতদিন থেকে আমি ফুটবলের সঙ্গে জড়িয়ে আছি, প্রেসিডেন্টই সবাইকে আগলে রাখতেন। ঠিক তুলনা করতে চাই না, তবে আল কাপোনকে যখন যুক্তরাষ্ট্রে জেলে পুরে দেওয়া হয়েছিল, মাফিয়াদের জন্য সেটা ছিল চরম সংকট। কারণ সবাই কাপোনের জায়গা নিতে চেয়েছিল, কিন্তু যোগ্য কেউই ছিল না। একজন ভালো নেতা থাকলে অনেক কিছুই অন্যরকম হতে পারত। '