বাংলাদেশে আসছে না ইংল্যান্ড?
শুক্রবার রাতে ঢাকার গুলশানে এলাকায় ঘটে গেলো ভয়াবহ এক সন্ত্রাসী হামলা; এই হামলায় প্রাণ হারিয়েছেন ১৭ জন বিদেশীসহ মোট ২০ জন। অনুমিতভাবেই এই ঘটনার আঁচ লাগতে শুরু করেছে ক্রিকেট অঙ্গনেও। মাত্র গত সপ্তাহে চূড়ান্ত হয়েছিলো, দু'টি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। এই সন্ত্রাসী হামলার পর ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে,অক্টোবরে বাংলাদেশে আসার ব্যাপারটি এখন পুনর্বিবেচনা করে দেখবেন তাঁরা। এতে করে বাংলাদেশের মাটিতে প্রায় নয় মাস পরে হতে যাওয়া সিরিজটিও এখন প্রশ্নের সম্মুখীন। এর আগে জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে আসেনি অস্ট্রেলিয়া দল। আর, গত বছর অস্ট্রেলিয়ার মূল দলও বাতিল করেছিলো বাংলাদেশ সফর।
ইসিবি-র মুখপাত্র জানিয়েছেন, ''খেলোয়াড়দের নিরাপত্তার বিষয় সবার আগে প্রাধান্য পাবে। সামনের সপ্তাহগুলোতে আমরা বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণে রাখব। নিরাপত্তা বিশেষজ্ঞদল এবং 'ফরেন ও কমনওয়েলথ অফিস' (এফসিও)-র সাথে আলোচনা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।'' আগামী মাসে বাংলাদেশে নিরাপত্তা দল পাঠিয়ে পুরো ব্যাপারটি নিবিড় পর্যবেক্ষণে রাখার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবারে ঢাকার এই হামলার পর এফসিও-র তরফ থেকে এক বিবৃতিতে সেদেশের নাগরিকদের সতর্কভাবে চলাচলের জন্য বলা হয়েছে। বিশেষ করে, হোটেল, সুপারমার্কেট, রেঁস্তোরা, ক্লাব - যেখানে বিদেশী নাগরিকরা সাধারণত যান, সেসব স্থানে যেতে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে অনুরূপ এক সন্ত্রাসী হামলার সময় ইংল্যান্ড দল ভারত সফরে থাকাকালীন অবস্থায় ফেরত এসেছিলেন দেশে। পরে অবশ্য চেন্নাই-মোহালিতে টেস্ট খেলতে ডিসেম্বরে আবার এসেছিলেন তাঁরা।